
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে প্রায়ই ঝড় তোলেন সুন্দরী নোরা ফাতেহি। সম্প্রতি সিলভার বডিকন গাউনে পারদ চড়ালেন অভিনেত্রী।

সিলভার বডিকন গাউনে স্পষ্ট নোরার শরীরী ঢেউ। অফ শোল্ডার নেকলাইন নজর কেড়েছে।

সিলভার গাউনে লাল ও কালো সিকুইন করা। বরাবরের মতোই গর্জাস নোরা ফাতেহি।

বেলি ডান্সে বার বার মুগ্ধ করেছেন নোরা। তবে তাঁর নিখুঁত চেহারাতেও হতবাক নেটিজেন।

বিগবস থেকে পরিচিতি পেয়েছিলেন তিনি। এখন তিনি বলিউডের পরিচিত নাম।

গুরু রানধওয়ার গানে এই লুকে দেখা গিয়েছেন নোরা ফাতেহিকে। গানটি ইতিমধ্যে ভাইরাল।