Nora Fatehi Fashion: নোরার এই রঙবেরঙের বডিকোন পোশাকের কিছু ছবি দেখে নিন এক নজরে…
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Jan 12, 2022 | 9:52 AM
নোরা ফাতেহিকে প্রায়ই বডিকন পোশাকে দেখা যায়। অভিনেত্রী সম্প্রতি তাঁর সর্বশেষ ফটোশুটের ছবি শেয়ার করেছেন, যাতে তাঁকে মাল্টিকালার বডিকন পোশাক পরতে দেখা যায়।
1 / 5
সোশ্যাল মিডিয়ায় নোরা ফাতেহির একটি অসাধারণ ফ্যান ফলোয়িং রয়েছে। তিনি প্রায়শই তাঁর ছবি এবং ভিডিয়ো শেয়ার করেন। বডিকন পোশাক পরা নিজের কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
2 / 5
নোরা তাঁর সর্বশেষ ফটোশুটের ছবি শেয়ার করেছেন যা সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এই পোশাক পরে একাধিক পোজ দিয়েছেন অভিনেত্রী।
3 / 5
নোরা ক্যামেরার সামনে তাঁর নমনীয়তার পাশাপাশি শরীরের কার্ভসও দেখিয়েছেন। নোরা বহু রঙের বডিকন পোশাকের সঙ্গে বাদামী রঙের পাম্প স্টিলেটো ক্যারি করেছিলেন।
4 / 5
নিজের পোশাকের সঙ্গে নিউড মেকআপ করতে গিয়ে চুল খোলা রেখেছিলেন অভিনেত্রী। এই পোশাকে নোরাকে বেশ গ্ল্যামারাস লাগছে।
5 / 5
নোরা এবং গুরু রনধাওয়ার 'নাচ মেরি রানি' সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। মানুষ তাঁর নাচের স্টাইল খুব পছন্দ করে। এর আগে দুজনেই 'ডান্স মেরে রানি' মিউজিক ভিডিয়ো করেছেন।