Bold Nora Fatehi: হলিউডি অ্যাকশন লুক, ব্ল্যাক-ক্যাট নোরার হট অবতার দেখে উষ্ণ হল নেটপাড়া

Nora Fatehi: নোরা ফাতেহি মানেই বোল্ড অবতার। তবে এবার যে ফোটোশুটের ছবি তিনি শেয়ার করলেন, তা পলকে সকলের নজর কাড়ল। এক কথায় ভক্তদের চোখ আটকে সোশ্যাল মিডিয়ার পাতায়।

| Edited By: জয়িতা চন্দ্র

May 18, 2022 | 7:49 PM

1 / 6
সোশ্যাল মিডিয়ায় আবারও বোমা ফাটালেন নোরা ফাতেহি। নয়া লুকে ছবি শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেল। এ কোন নোরা!

সোশ্যাল মিডিয়ায় আবারও বোমা ফাটালেন নোরা ফাতেহি। নয়া লুকে ছবি শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেল। এ কোন নোরা!

2 / 6
নোরা ফাতেহি মানেই বোল্ড অবতার। তবে এবার যে ফোটোশুটের ছবি তিনি শেয়ার করলেন, তা পলকে সকলের নজর কাড়ল। এক কথায় ভক্তদের চোখ আটকে সোশ্যাল মিডিয়ার পাতায়।

নোরা ফাতেহি মানেই বোল্ড অবতার। তবে এবার যে ফোটোশুটের ছবি তিনি শেয়ার করলেন, তা পলকে সকলের নজর কাড়ল। এক কথায় ভক্তদের চোখ আটকে সোশ্যাল মিডিয়ার পাতায়।

3 / 6
একেবারে যাকে বলে হলিউডি লুক। ক্যাটআই গ্লাসের সঙ্গে কালো পোশাকে বোল্ড বিউটিতে উপচে পড়ছে যৌবন। নোরাকে দেখা মাত্রই আবারও ঘুম উড়ল নেট দুনিয়ার।

একেবারে যাকে বলে হলিউডি লুক। ক্যাটআই গ্লাসের সঙ্গে কালো পোশাকে বোল্ড বিউটিতে উপচে পড়ছে যৌবন। নোরাকে দেখা মাত্রই আবারও ঘুম উড়ল নেট দুনিয়ার।

4 / 6
কিছুটা হলেও সাহায্য করা যায় কীভাবে, সেই পথ খুঁজতেই এই চাকরি। যদিও নাচ তাঁর জীবনের অঙ্গ ছিল সেই কঠিন পরিস্থিতিতেও। নিজের জীবনের সেই কঠিন লড়াই নিয়ে মুখ খুলতে পিছপা হননি নোরা।

কিছুটা হলেও সাহায্য করা যায় কীভাবে, সেই পথ খুঁজতেই এই চাকরি। যদিও নাচ তাঁর জীবনের অঙ্গ ছিল সেই কঠিন পরিস্থিতিতেও। নিজের জীবনের সেই কঠিন লড়াই নিয়ে মুখ খুলতে পিছপা হননি নোরা।

5 / 6
কেরিয়ার তৈরির আগেই চাকরি নিয়ে একাধিক সমস্যায় পড়তে হয়েছে নোরাকে। ছোট থেকেই পরিবারকে পাশে পাননি তিনি নাচের ক্ষেত্রে। সকলের অমতেই চালাতেন নাচের প্র্যাক্টিস।

কেরিয়ার তৈরির আগেই চাকরি নিয়ে একাধিক সমস্যায় পড়তে হয়েছে নোরাকে। ছোট থেকেই পরিবারকে পাশে পাননি তিনি নাচের ক্ষেত্রে। সকলের অমতেই চালাতেন নাচের প্র্যাক্টিস।

6 / 6
নোরা তখন সদ্য পাশ করেছে দশম শ্রেণি। বাড়িতে বসে উচ্চ শিক্ষার প্রস্তুতি নয়, নেমে পড়েছিলেন রাস্তায়। একটি শপিং মলে কাজ নিয়েছিলেন নোরা ফাতেহি।

নোরা তখন সদ্য পাশ করেছে দশম শ্রেণি। বাড়িতে বসে উচ্চ শিক্ষার প্রস্তুতি নয়, নেমে পড়েছিলেন রাস্তায়। একটি শপিং মলে কাজ নিয়েছিলেন নোরা ফাতেহি।