TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 14, 2022 | 3:51 PM
বলিউডের হ্যান্ডসম স্টার হৃত্বিক একাধিক মহিলার মনে জায়গা করে রেখেছেন। তবে তাঁর মনে বর্তমানে সাবার বাস। সেই নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এরই মাঝে এবার সামনে এলো নতুন নাম।
হৃত্বিক যখন বিবাহ জীবন থেকে মুক্ত, তখন চারপাশে থাকা মহিলাদের নজর তাঁর প্রতি পড়বে না, তা কি হয়! হয়তো নয়। তাই এবার জল্পনার তালিকায় যুক্ত হল নতুন নাম, নোরা।
নোরা ফাতেহি, নিজেই স্বীকার করে নিলেন, যে তাঁর জীবনে ছোট থেকেই ভাল লাগার নাম হল হৃত্বিক রোশন। বলিউডে কোন স্টারকে মন দিয়েছেন নোরা! তা এর আগে অনেকেই জানতে চেয়েছিলেন।
কিন্তু সঠিক কোনও উত্তর দিতে পারেননি তিনি। বা কোনও স্টারের প্রতি নিজের ভাললাগার কথাও জানাতে চাননি তিনি। এবার ভাঙলেন নীরবতা।
জানালেন, তাঁর মনের কোণে থাকা স্টার পুরুষের নাম। এই খবর সামনে আসতে না আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল। সকলেই এক কথায় স্বীকার করতে রাজি এই জুটিকে একসঙ্গে দেখা মাত্রই হিট হতে বাধ্য।
দুজনেরই বোল্ড লুক, পর্দায় উষ্ণ আবেদন, ডান্সের প্রতি এক অমোঘ টান সঙ্গে উষ্ণ আবেদন, সব মিলিয়ে এখন সম্পর্কের জল্পনায় নয়া নাম নোরা ফাতেহি-হৃত্বিক রোশন।