Nora Fatehi: হাতের লক্ষ্মী পায়ে ঠেলল না নোরা, জ্যাকলিনকে বিপাকে ফেলে কোন সিদ্ধান্তে নিলেন হটস্টার
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 05, 2022 | 9:05 AM
Viral News: কিন্তু নাচের জগতে তাঁর দর বাড়ার কারণে তিনি হাত থেকে ছেড়ে দিয়েছিলেন পুষ্পার মত ছবির প্রস্তাব। যেখানে সামান্থা প্রভু তাক লাগিয়েছিলেন, সেখানেই নোরার থাকার কথা ছিল।
1 / 6
নোরা তখন সদ্য পাশ করেছে দশম শ্রেণি। বাড়িতে বসে উচ্চ শিক্ষার প্রস্তুতি নয়, নেমে পড়েছিলেন রাস্তায়। একটি শপিং মলে কাজ নিয়েছিলেন নোরা ফাতেহি।
2 / 6
নিজের প্রথম চাকরি নিয়ে মুখ খুলে নোরা জানান, উচ্চবিদ্যালয়ে পড়ার সময়ই তিনি প্রথম চাকরিতে ঢুকে ছিলেন। একাধিক কারণে তখন অর্থের খোঁজে পথে বেরিয়েছিলেন নোরা। পরিবারে তখন চরম অভাব।
3 / 6
সোশ্যাল মিডিয়ায় আবারও বোমা ফাটালেন নোরা ফাতেহি। নয়া লুকে ছবি শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেল। এ কোন নোরা!
4 / 6
নোরা ফাতেহি মানেই বোল্ড অবতার। তবে এবার যে ফোটোশুটের ছবি তিনি শেয়ার করলেন, তা পলকে সকলের নজর কাড়ল। এক কথায় ভক্তদের চোখ আটকে সোশ্যাল মিডিয়ার পাতায়।
5 / 6
তবে শেষ বেলায় এসে হল রদবদল। তালিকা থেকে বাদ পড়লেন জ্যাকলিন। তার বদলে জায়গা করে নিলেন নোরা। কারণ হিসেবে প্রযোজনা সংস্থা জানিয়েছে, নোরার নাচের দক্ষতা ও তাঁর এক্সপ্রেশনই এই ছবির জন্য প্রয়োজন।
6 / 6
এর আগে নোরা তেলুগু ছবি বাহুবলি, টেম্বর, কিক ২-তে কাজ করেছেন। এবার সেই তালিকাতে নতুন সংযোজন। তবে বর্তমানে দক্ষিণী দুনিয়ার দাপটের কথা মাথায় রেখেই কি এই সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয়।