Bollywood Controversy: ‘পরিবার ও স্কুলে যা শেখানো হয় বাস্তবে তা কাজে লাগে না’, চোখে জল নিয়ে বিস্ফোরক নোরা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 23, 2022 | 9:33 AM

Nora Fatehi: স্কুলে বা পরিবারে যা শেখানো হয়, তার সঙ্গে বাস্তবের কোনো যোগাযোগ নেই। নোরার কথায় সে স্কুলে যা শিখেছে, বর্তমানে তা নোরার কাজে লাগে না।

1 / 6
নিজের স্টাগেল নিয়ে বারে বারে কথা বলতে দেখা গিয়েছে নোরা ফাতেহিকে। কীভাবে নিজের স্বপ্ন পূর্ণের জন্য প্রতিটা পদে পদে তিনি লড়াই চালিয়ে গিয়েছে, তা চাক্ষুস করেছেন অনেকেই।

নিজের স্টাগেল নিয়ে বারে বারে কথা বলতে দেখা গিয়েছে নোরা ফাতেহিকে। কীভাবে নিজের স্বপ্ন পূর্ণের জন্য প্রতিটা পদে পদে তিনি লড়াই চালিয়ে গিয়েছে, তা চাক্ষুস করেছেন অনেকেই।

2 / 6
তবুও স্বপ্ন যেন অধরাই থেকে গিয়েছে তাঁর কাছে আর এখন সেই লড়াই জারি। এক সাক্ষাৎকারে চোখে জল নিয়ে মনের কথা উগরে দিয়েছিলেন এই সেলেবস্টার।

তবুও স্বপ্ন যেন অধরাই থেকে গিয়েছে তাঁর কাছে আর এখন সেই লড়াই জারি। এক সাক্ষাৎকারে চোখে জল নিয়ে মনের কথা উগরে দিয়েছিলেন এই সেলেবস্টার।

3 / 6
সোশ্যাল মিডিয়ায় আবারও বোমা ফাটালেন নোরা ফাতেহি। নয়া লুকে ছবি শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেল। এ কোন নোরা!

সোশ্যাল মিডিয়ায় আবারও বোমা ফাটালেন নোরা ফাতেহি। নয়া লুকে ছবি শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেল। এ কোন নোরা!

4 / 6
নিজের প্রথম চাকরি নিয়ে মুখ খুলে নোরা জানান, উচ্চবিদ্যালয়ে পড়ার সময়ই তিনি প্রথম চাকরিতে ঢুকে ছিলেন। একাধিক কারণে তখন অর্থের খোঁজে পথে বেরিয়েছিলেন নোরা। পরিবারে তখন চরম অভাব।

নিজের প্রথম চাকরি নিয়ে মুখ খুলে নোরা জানান, উচ্চবিদ্যালয়ে পড়ার সময়ই তিনি প্রথম চাকরিতে ঢুকে ছিলেন। একাধিক কারণে তখন অর্থের খোঁজে পথে বেরিয়েছিলেন নোরা। পরিবারে তখন চরম অভাব।

5 / 6
কারণ বাস্তবের পৃথিবীটা ভীষণ কঠিন। আর সেই সূত্র ধরেই নোরার আবেদন পরিবার ও স্কুলের শিক্ষায় বদল আনতে হবে। সকলকে লড়তে শেখাতে হবে। তাঁকে সুরক্ষা বলয়ের মধ্যে রেখে দেওয়া নয়।

কারণ বাস্তবের পৃথিবীটা ভীষণ কঠিন। আর সেই সূত্র ধরেই নোরার আবেদন পরিবার ও স্কুলের শিক্ষায় বদল আনতে হবে। সকলকে লড়তে শেখাতে হবে। তাঁকে সুরক্ষা বলয়ের মধ্যে রেখে দেওয়া নয়।

6 / 6
নোরা তখন সদ্য পাশ করেছে দশম শ্রেণি। বাড়িতে বসে উচ্চ শিক্ষার প্রস্তুতি নয়, নেমে পড়েছিলেন রাস্তায়। একটি শপিং মলে কাজ নিয়েছিলেন নোরা ফাতেহি।

নোরা তখন সদ্য পাশ করেছে দশম শ্রেণি। বাড়িতে বসে উচ্চ শিক্ষার প্রস্তুতি নয়, নেমে পড়েছিলেন রাস্তায়। একটি শপিং মলে কাজ নিয়েছিলেন নোরা ফাতেহি।

Next Photo Gallery