KL Rahul Birthday: আথিয়ার আগে এই ৪ অভিনেত্রীর সঙ্গে ‘চুপিসারে’ প্রেম করেছেন কেএল রাহুল
TV9 Bangla Digital | Edited By: megha
Apr 18, 2022 | 4:52 PM
১৮ এপ্রিল ৩০-এ পা দিলেন কেএল রাহুল। খেলার পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও বেশ চর্চিত। আথিয়া শেঠি ছাড়াও বেশ কয়েক জন অভিনেত্রী রয়েছেন, যাঁদের সঙ্গে নাম জড়িয়েছে। কে সেই সুন্দরীরা, দেখে নিন এক নজরে...
1 / 6
১৮ এপ্রিল ৩০-এ পা দিলেন কেএল রাহুল। খেলার পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও বেশ চর্চিত। আথিয়া শেঠি ছাড়াও বেশ কয়েক জন অভিনেত্রী রয়েছেন, যাঁদের সঙ্গে নাম জড়িয়েছে। কে সেই সুন্দরীরা, দেখে নিন এক নজরে...
2 / 6
আকাঙ্ক্ষা রঞ্জন: আথিয়া শেঠির আগে বলিউড অভিনেত্রী ও আথিয়া শেঠির বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জনের সঙ্গেও জড়িয়েছে কেএল রাহুলের নাম। আথিয়া এবং আকাঙ্ক্ষা দুজনেই কেএল রাহুলের সঙ্গে থাইল্যান্ড সফরে গিয়েছিলেন। এ সময় তাঁদের অনেক ছবি ভাইরাল হয়।
3 / 6
সোনাল চৌহান: 'জান্নাত' ফিল্ম থেকে লাইমলাইটে আসা অভিনেত্রী সোনাল চৌহানের নামও কেএল রাহুলের সঙ্গে জড়িয়েছে। কিন্তু দুজনেই জনসমক্ষে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি।
4 / 6
নিধি আগরওয়াল: 'মুন্না মাইকেল'-এর অভিনেত্রী নিধি আগরওয়ালের সঙ্গেও যুক্ত হয়েছে কেএল রাহুলের নাম। দুজনকে একে অপরের সঙ্গে অনেকবার দেখাও গিয়েছে। কিন্তু দুজনেই তাঁদের সম্পর্ককে কখনোই জনসক্ষমে মেনে নেননি এবং সব সময় তাঁদের সম্পর্ককে বন্ধুত্বের নাম দিয়েছেন।
5 / 6
সোনম বাজওয়া: আথিয়া শেঠির সঙ্গে ডেট করার সময়, কেএল রাহুলের নাম পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়ার সঙ্গেও জড়িয়েছে এবং তাঁদের সম্পর্ক নিয়ে অনেক আলোচনাও হয়েছিল। কিন্তু তাঁরা এই বিষয়ে কোনও মুখ খোলেননি।
6 / 6
আথিয়া শেঠি: বলিউড অভিনেতা সুনীল শেঠির কন্যা এবং অভিনেত্রী আথিয়া শেঠির এখন কেএল রাহুলের বর্তমান প্রেমিকা। তিনি ২০২২ সালের আইপিএল-এ কেএল রাহুলকে উৎসাহ দিতে মাঠেও গিয়েছেন। সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেএল রাহুলের সেঞ্চুরি উদযাপন করেছেন একসঙ্গে।