
রবিঠাকুরের বউঠান কাদম্বরী আঘাতে শেষ করেছিলেন, আজকের কাদম্বরী কী করবে, এমন কাহিনি নিয়ে নতুন বাংলা ছবি ‘কাদম্বরী আজও’। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা চক্রবর্তী।

ছবিতে কাদম্বরীর ঠাকুমার চরিত্রে অভিনয় করছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। তাঁর চরিত্রটি বিশেষ গুরুত্ব রয়েছে নাতনি জীবনে। এর থেকে ভাঙতে চান না পরিচালক বর্ষীযান অভিনেত্রী চরিত্র নিয়ে।

‘কাদম্বরী আজও’ ছবির হাত ধরে বহুদিন বড় পর্দায় পাওয়া যাবে অমিতাভ ভট্টাচার্যকে। তিনি এই ছবিতে একজন লেখকের ভুমিকায় অভিনয় করেছেন। সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করে এখন টেলিভিশনে নানা ধরনের চরিত্রে পাওয়া যায় অমিতাভকে।

ছবির পরিচালক শর্মিষ্ঠা দেব। একজন নারী-ই আর এক নারীর মনের কথা বুঝতে পারে। যদিও ব্যতিক্রম রয়েছে। তবে শর্মিষ্ঠা ঠাকুরবাড়ির কাদম্বরীকে আজকের এক নারী চরিত্রের মধ্যে খুঁজেছেন, যে প্রিয়তম মানুষের কাছে আঘাত পেয়ে কী সিদ্ধান্ত নেবে।

ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রাজদীপ সরকার। নতুন এই অভিনেতা এর আগে কয়েকটি কাজ করেছেন ছবিতে, তবে এই ছবিতে করছেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়।

রয়েছেন আবির চট্টোপাধ্যায়ের মা রুমকি চট্টোপাধ্যায় একটি বিশেষ চরিত্রেও। ছবি মুক্তি পাবে এই পুজোর আগেই ২৩ সেপ্টেম্বর।