Bangla NewsPhoto gallery Novak Djokovic became first man in Open era to win all four majors twice after winning French Open
French Open: রোলাঁ গারোয় ইতিহাস জোকারের
বিশ্বের এক নম্বর টেনিস তারকা রোলাঁ গারোর (Roland-Garros) ফাইনালে জেতার পাশাপাশি গড়লেন এক নয়া রেকর্ড। ওপেন এরায় (Open era) প্রথম চার মেজর (অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন, ফরাসি ওপেন, ইউএস ওপেন) ফাইনালে দু'বার করে খেতাব জিতলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। এতদিন টেনিস বিশ্বে রয় এমার্সন ও রড লেভারের দখলে ছিল এই রেকর্ড। এ বারের ফরাসি ওপেনের (French Open) ফাইনালে ৫ সেটের ম্যারাথনে স্তেফানোস সিসিপাসকে ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ সেটে হারিয়ে, দ্বিতীয় বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ।