Novak Djokovic: অ্যাডিলেডে আনন্দে আত্মহারা নোভাক জকোভিচ

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 01, 2023 | 8:45 AM

নতুন বছরে নতুন উচ্ছ্বাস নোভাক জকোভিচের। কোভিড টিকা না নেওয়ায় গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হয়নি নোভাক জকোভিচের। অথচ তার অনুমতি ছিল। উদ্যোক্তাদের তরফে অনুমতি নিয়ে অস্ট্রেলিয়া পৌঁছলেও না খেলেই ফিরতে হয়েছে। পুনরায় অস্ট্রেলিয়ায় ফিরতে পেরে উচ্ছ্বাসে ভাসছেন নোভাক।

1 / 7
নতুন বছরে নতুন উচ্ছ্বাস নোভাক জকোভিচের। কোভিড টিকা না নেওয়ায় গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হয়নি নোভাক জকোভিচের। অথচ তার অনুমতি ছিল। (ছবি : ইন্সটাগ্রাম)

নতুন বছরে নতুন উচ্ছ্বাস নোভাক জকোভিচের। কোভিড টিকা না নেওয়ায় গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হয়নি নোভাক জকোভিচের। অথচ তার অনুমতি ছিল। (ছবি : ইন্সটাগ্রাম)

2 / 7
উদ্যোক্তাদের তরফে অনুমতি নিয়ে অস্ট্রেলিয়া পৌঁছলেও না খেলেই ফিরতে হয়েছে। পুনরায় অস্ট্রেলিয়ায় ফিরতে পেরে উচ্ছ্বাসে ভাসছেন নোভাক। (ছবি : ইন্সটাগ্রাম)

উদ্যোক্তাদের তরফে অনুমতি নিয়ে অস্ট্রেলিয়া পৌঁছলেও না খেলেই ফিরতে হয়েছে। পুনরায় অস্ট্রেলিয়ায় ফিরতে পেরে উচ্ছ্বাসে ভাসছেন নোভাক। (ছবি : ইন্সটাগ্রাম)

3 / 7
অস্ট্রেলিয়ান ওপেনের আগে অ্যাডিলেড ইন্টারন্য়াশনাল প্রতিযোগিতায় খেলবেন নোভাক জকোভিচ। তারই প্রস্তুতিতে নেমে পড়েছেন বিশ্বের অন্য়তম সেরা টেনিস তারকা। (ছবি : ইন্সটাগ্রাম)

অস্ট্রেলিয়ান ওপেনের আগে অ্যাডিলেড ইন্টারন্য়াশনাল প্রতিযোগিতায় খেলবেন নোভাক জকোভিচ। তারই প্রস্তুতিতে নেমে পড়েছেন বিশ্বের অন্য়তম সেরা টেনিস তারকা। (ছবি : ইন্সটাগ্রাম)

4 / 7
অ্যাডিলেড ইন্টারন্যাশনালে দীর্ঘ ১৫ বছর পর খেলতে চলেছেন নোভাক জকোভিচ। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সে কারণেই বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করেছেন নোভাক জকোভিচ। (ছবি : ইন্সটাগ্রাম)

অ্যাডিলেড ইন্টারন্যাশনালে দীর্ঘ ১৫ বছর পর খেলতে চলেছেন নোভাক জকোভিচ। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সে কারণেই বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করেছেন নোভাক জকোভিচ। (ছবি : ইন্সটাগ্রাম)

5 / 7
কেরিয়ারে ২১টি গ্র্য়ান্ড স্লাম জিতেছেন নোভাক জকোভিচ। এর মধ্যে নয় বার অস্ট্রেলিয়ান ওপেনে চ্য়াম্পিয়ন। বছরের প্রথম গ্র্য়ান্ড স্লামের প্রস্তুতির অংশ হিসেবে অ্য়াডিলেড ইন্টারন্য়াশনাল টুর্নামেন্টকে কাজে লাগাতে চান নোভাক। (ছবি : ইন্সটাগ্রাম)

কেরিয়ারে ২১টি গ্র্য়ান্ড স্লাম জিতেছেন নোভাক জকোভিচ। এর মধ্যে নয় বার অস্ট্রেলিয়ান ওপেনে চ্য়াম্পিয়ন। বছরের প্রথম গ্র্য়ান্ড স্লামের প্রস্তুতির অংশ হিসেবে অ্য়াডিলেড ইন্টারন্য়াশনাল টুর্নামেন্টকে কাজে লাগাতে চান নোভাক। (ছবি : ইন্সটাগ্রাম)

6 / 7
গত বার না খেলে ফিরতে হওয়ায় খুবই হতাশ ছিলেন নোভাক। উদ্য়োক্তাদের তরফে অনুমতি থাকলেও কোভিড টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়া সরকার তাঁকে অনুমতি দেয়নি। (ছবি : ইন্সটাগ্রাম)

গত বার না খেলে ফিরতে হওয়ায় খুবই হতাশ ছিলেন নোভাক। উদ্য়োক্তাদের তরফে অনুমতি থাকলেও কোভিড টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়া সরকার তাঁকে অনুমতি দেয়নি। (ছবি : ইন্সটাগ্রাম)

7 / 7
অতীত নিয়ে ভাবতে নারাজ নোভাক। পুরোপুরি ফোকাস এ বারের টুর্নামেন্টে। মানসিক ভাবে নিজেকে ফ্রেশ রাখতে আশে পাশে সময় কাটাচ্ছেন নোভাক। (ছবি : ইন্সটাগ্রাম)

অতীত নিয়ে ভাবতে নারাজ নোভাক। পুরোপুরি ফোকাস এ বারের টুর্নামেন্টে। মানসিক ভাবে নিজেকে ফ্রেশ রাখতে আশে পাশে সময় কাটাচ্ছেন নোভাক। (ছবি : ইন্সটাগ্রাম)

Next Photo Gallery