Novak Djokovic: ভ্যাকসিন বিতর্ক অতীত, অস্ট্রেলিয়ায় খেতাব জয় নোভাক জকোভিচের
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Jan 09, 2023 | 2:44 AM
অস্ট্রেলিয়ার নীতিকে চ্যালেঞ্জ জানিয়ে সরকারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছিলেন। সব লড়াই বিফলে যায়। করোনা ভ্যাকসিন না নেওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে দেওয়া হয়নি নোভাক জকোভিচকে। ১২ মাস পর সেখানেই দারুণভাবে প্রত্যাবর্তন সার্বিয়ান টেনিস তারকার।
1 / 6
এ বার মেলবোর্ন পার্কে প্রত্যাবর্তন হতে চলেছে জকোভিচের। তার আগে অ্যাডিলেড ইন্টারন্যাশনাল জিতে বার্তা দিয়ে রাখলেন। (ছবি:টুইটার)
2 / 6
রবিবার অ্যাডিলেড ইন্টারন্যাশনালের ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের সেবাস্তিয়ান কোর্ডাকে রুদ্ধশ্বাস ম্যাচে ৬-৭(৮),৭-৬ (৩),৬-৪ হারিয়ে কেরিয়ারের ৯২তম খেতাব জিতলেন জকোভিচ।(ছবি:টুইটার)
3 / 6
ম্যাচের পর জকোভিচ বলেন, "আমাকে হ্য়ান্ডল করার মতো, ভালো ও খারাপ সময়ে সহ্য করার জন্য ধন্যবাদ।" (ছবি:টুইটার
4 / 6
অস্ট্রেলিয়ান ওপেনে যে ফেভারিট হিসেবে খেলতে যাবেন তা পরিষ্কার। দশ নম্বর অস্ট্রেলিয়ান ওপেন এবং ২২তম গ্র্যান্ড স্লামের খোঁজে অস্ট্রেলিয়ার গিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। (ছবি:টুইটার)
5 / 6
কেরিয়ারের ৯২তম ট্যুর লেভেলের ট্রফি এল নোভাকের ঝুলিতে।(ছবি:টুইটার)
6 / 6
ওপেন যুগে খেতাব জয়ের দিক থেকে নাদালের সঙ্গেই চতুর্থ স্থানে রয়েছেন নোভাক। তাঁর আগে জিমি কনরস, রজার ফেডেরার এবং ইভান লিন্ডি রয়েছেন।(ছবি:টুইটার)