আধুনিক যুগে বেড়েছে রোগের বহর। চিকিৎসার খরচও ক্রমাগত বেড়েই চলেছে। এই সময়ে দাঁড়িয়ে স্বাস্থ্যবিমার প্রয়োজনীয়তা কতটা, তা আর বলার বাকি রাখে না।
অনেকেই এখন স্বাস্থ্যবিমা করাচ্ছেন। তবে যাদের আয় একটু কম, তারা ইচ্ছা থাকলেও, বিমা করাতে পারেন না। তবে চিন্তার কোনও কারণ নেই। ২ টাকাতেও করা যায় স্বাস্থ্যবিমা।
সাধারণ মানুষদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তার জন্য ভারত সরকারই বিমার চমৎকার প্রকল্প এনেছে।
এই স্কিমের অধীনে প্রতি মাসে মাত্র ২ টাকা বা বছরে ২০ টাকা দিয়েই স্বাস্থ্যবিমা করা যায়। এই বিমায় কভারেজ ২ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন।
এই বিমা প্রকল্পটি হল প্রধানমন্ত্রী বিমা সুরক্ষা যোজনা। ২০১৬ সাল থেকে এই বিমা প্রকল্প শুরু করেছে ভারত সরকার।
এই স্কিমের সুবিধা আপনি যেকোনও ব্যাঙ্ক থেকেই পেতে পারেন। এর জন্য আপনাকে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে হবে।
ব্যাঙ্কগুলিতে অনলাইনেও এই পরিষেবা পাওয়া যায়। আপনি অনলাইনে আবেদন করতে পারেন এই স্বাস্থ্যবিমার জন্য।
তবে মনে রাখতে হবে, আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেন বা অ্যাকাউন্ট কোনও কারণে বন্ধ হয়ে যায়, তবে নীতিটিও বন্ধ হয়ে যাবে।