Nusrat Jahan: মাথাভর্তি সিঁদুর, গলায় মঙ্গলসূত্র, কোমরে আঁচল গুঁজে কালিপুজোয় ভোগ রাঁধলেন নুসরত, দেখুন ছবি
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
May 29, 2022 | 12:06 PM
Nusrat Jahan: তাঁকে নিয়ে হাজারও বিতর্ক। কিছুদিন আগেই পড়েছিল 'নিখোঁজ' পোস্টার। নুসরত জাহানকে নাকি দেখাই যায় না তাঁর কেন্দ্র বসিরহাট কেন্দ্রে। অবশেষে এ সমস্ত বিতর্ককে পিছনে ফেলে ভদ্রকালী শ্মশানের কালীপুজোয় জমিয়ে নিজের হাতে ভোগ রান্না করলেন নুসরত।
1 / 7
তাঁকে নিয়ে হাজারও বিতর্ক। কিছুদিন আগেই পড়েছিল 'নিখোঁজ' পোস্টার। নুসরত জাহানকে নাকি দেখাই যায় না তাঁর কেন্দ্র বসিরহাট কেন্দ্রে। অবশেষে এ সমস্ত বিতর্ককে পিছনে ফেলে ভদ্রকালী শ্মশানের কালীপুজোয় জমিয়ে নিজের হাতে ভোগ রান্না করলেন নুসরত।
2 / 7
ঘটনাটি শনিবার সন্ধেবেলার। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ২ নম্বর ব্লকের খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর-গোবিন্দপুর এলাকার ওই পুজোয় হাজির ছিলেন নুসরত।
3 / 7
পরেছিলেন প্রিন্টেড শাড়ি, মাথা ভর্তি ছিল সিঁদুর, গলায় শোভা পাচ্ছিল মঙ্গলসূত্র। দলীয় কর্মসূচী সেরে সাদা পায়রা ওড়ান নুসরত। তাঁকে অভিনন্দন জানানো হয় ফুলের স্তবক দিয়ে।
4 / 7
ঘিরে রেখেছিলেন দলীয় কর্মীরা। কখনও আসছিল সেলফি তোলার আবদার আবার কখনও বা ভেসে আসছিল উচ্ছ্বাস ধ্বনি। যদিও ক্লাইম্যাক্সের বাকি ছিল আরও।
5 / 7
সন্ধে ঘনাতেই যখন জমিয়ে চলছে কালিপুজোর প্রস্তুতি আচমকাই রান্নাঘরে পৌঁছে জান নুসরত। পেল্লাই সাইজের কড়াইয়ে ইয়াব্বড় খুন্তি ধরে শুরু করেন খিচুড়ি রান্না। কর্মীরা তখন হাততালি দিচ্ছে।
6 / 7
বস্তুত, দিন কয়েক আগে বসিরহাট লোকসভা এলাকায় তাঁর নামে নিখোঁজ পোস্টার পড়েছিল। তারপর থেকে যথেষ্ট সক্রিয় তিনি। কখনও বসিরহাট পৌরসভা কখনো টাকি পৌরসভায় মিটিং করা এমনকী কালীপুজো এসে রান্না করতে দেখা গেল তাঁকে।
7 / 7
প্রশাসনিক কাজ সামলাবার পাশাপাশি চলছে জনসংযোগ প্রক্রিয়াও... নুসরত রয়েছেন 'রাইট ট্র্যাক'-এই।