Falguni Nayar: নিজের কৃতিত্বেই কামাল, দেশের স্বপ্রতিষ্ঠিত সবচেয়ে ধনী মহিলাকে চিনে নিন
TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে
Nov 10, 2021 | 5:34 PM
nykaa, falguni nayar, নাইকা শুধুমাত্র একটি লিপস্টিক এবং কাজল আইলাইনার দিয়ে ভারতীয়দের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে, এবং এই নয়া পদ্ধতিতেকে এগিয়ে নিয়ে চলেছে।
1 / 5
দেশের বেশিরভাগ ধনী ব্যক্তিদেরই পারিবারিক সূত্রে ধনী হওয়ার ইতিহাস রয়েছে। পারিবারিক ধনসম্পদের পরিমাণকে নিজের কৃতিত্বে আরও বড় জায়গায় নিয়ে গিয়েছেন। কিন্তু এই মহিলা সবদিক থেকেই বাকিদের থেকে আলাদা। সম্পূর্ণভাবে নিজের একক কৃতিত্বে বিশ্বের সেরা ধনীদের তালিকায় জায়গা করে নিয়েছেন এই মহিলা। ছবি-টুইটার
2 / 5
নিতান্তই স্টার্ট আপের মাধ্যমে নিজের যাত্রা শুরু করে নিজেকে উচ্চতার শিখরে নিয়ে গিয়েছেন তিনি। তিনি বিউটি প্রোডাক্টসের অনলাইন সংস্থা 'নাইকার' (Nykaa) প্রতিষ্ঠাতা ফাল্গুনী নায়ার (Falguni Nayar)। এই বিউটি অ্যাপের অর্ধেক অংশিদারও ফাল্গুনী। সেই শেয়ারের মোট মূল্য ৬৫০ কোটি টাকা। প্রসাধনী দ্রব্যের ই-কমার্স সংস্থা নাইকার শেয়ার, শেয়ার বাজারে অভূতপূর্বভাবে উত্থান ঘটেছে। শেয়ার বাজারে নাইকার শেয়ারের দর ১ হাজার ১২৫ টাকা থেকে দ্বিগুণ বেড়ে ২ হাজার ২০৮ টাকা হয়েছে। ব্লুমবার্গ বিলিয়ানেয়র ইন্ডেক্সের মতে তিনি ভারতে সবথেকে স্বপ্রতিষ্ঠিত ধনী মহিলা। ছবি-টুইটার
3 / 5
২০১২ সালে, নিজের ৫০ তম জন্মদিনের ঠিক আগে নাইকা প্রতিষ্ঠিত করেন ফাল্গুনী নায়ার। তার আগে তিনি দেশের প্রথমসারির একটি বিনিয়োগ ব্যাঙ্কে উচ্চ পদে কর্মরত ছিলেন। এর আগে দেশের বেশিরভাগ মহিলাই বাড়ির পাশের দোকান থেকে যাবতীয় প্রসাধনী সামগ্রী কিনতেন, এবং সেখানে বিকল্পও কম থাকার কারণে তাদের সমস্যার মুখোমুখি হতে হত। নাইকা আসার পর থেকেই প্রসাধনীা সামগ্রী কেনার সংত্জ্ঞাটাই বদলে যেতে থাকে। অনলাইনে ডেমো ভিডিয়ো দেখার পর এই জাতীয় সামগ্রী কেনার পদ্ধতি জনপ্রিয় হয়। ছবি-টুইটার
4 / 5
নাইকা শুধুমাত্র একটি লিপস্টিক এবং কাজল আইলাইনার দিয়ে ভারতীয়দের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে, এবং এই নয়া পদ্ধতিতেকে এগিয়ে নিয়ে চলেছে। এই প্রসঙ্গে নায়ার বলেন "আমাদের অনেক দীর্ঘ পথ যেতে হবে।" ১৩০ কোটির দেশ ভারতে মহিলারা ছাড়াও অনেক পুরুষই নাইকা থেকে প্রয়োজনীয় প্রসাধনী সামগ্রী কিনে থাকেন। ছবি-টুইটার
5 / 5
ফাল্গুনী নায়ার দুটি পারিবারিক ট্রাস্ট এবং অন্য সাতটি প্রবর্তক সংস্থার মাধ্যমে নাইকা কোম্পানির শেয়ারের মালিক। তাঁর উচ্চ শিক্ষিত মেয়ে এবং ছেলে, নাইকার বিভিন্ন ইউনিট চালায়। নায়ার ভারতের সবচেয়ে ধনী স্বপ্রতিষ্ঠিত মহিলা হলেও দেশের সবথেকে ধনী মহিলা হিসেবে ওপি জিন্দাল গ্রুপের প্রধান সাবিত্রী জিন্দাল নিজের স্থান নিরাপদ করেছেন। ছবি-টুইটার