Bollywood Controversy: সাপ পোষা থেকে জুতো পরে ঘুম, বি-টাউন সেলেবদের আজব অভ্যাস

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 29, 2022 | 3:37 PM

Habits: বাড়িতে রীতিমত সাপ পোষের এই সেলেব, জুতো পরে ঘুমিয়েও পরেন কে! তালিকায় আপনার প্রিয় স্টারের নাম নেই তো!

1 / 6
Bollywood Controversy: সাপ পোষা থেকে জুতো পরে ঘুম, বি-টাউন সেলেবদের আজব অভ্যাস

2 / 6
রানী মুখোপাধ্যায়- কুইন চেইন স্মোকার বলেই ডাকা হয় তাঁকে। এই ব্যঙ্গের একটাই কারণ। রানি মুখোপাধ্যায় ধুমপান ছাড়া থাকতেই পারেন না।

রানী মুখোপাধ্যায়- কুইন চেইন স্মোকার বলেই ডাকা হয় তাঁকে। এই ব্যঙ্গের একটাই কারণ। রানি মুখোপাধ্যায় ধুমপান ছাড়া থাকতেই পারেন না।

3 / 6
সুস্মিতা সেন- সাপ পোষ্য রাখার ইচ্ছে কারুর হতে পারে? তবে বিশ্বে এমন অভ্যাস অনেকেরই আছে। সেই তালিকায় রয়েছেন সুস্মিতা সেনও। বাড়িতে মস্ত অজগর রয়েছে তাঁর।

সুস্মিতা সেন- সাপ পোষ্য রাখার ইচ্ছে কারুর হতে পারে? তবে বিশ্বে এমন অভ্যাস অনেকেরই আছে। সেই তালিকায় রয়েছেন সুস্মিতা সেনও। বাড়িতে মস্ত অজগর রয়েছে তাঁর।

4 / 6
শাহিদ কাপুর- কফি পান করেন অনেকেই তাই বলে দিনে ১০ কাপ কফি চাই-ই চাই।  এমনই অভ্যাস তৈরি করে ফেলেছেন অভিনেতা শাহিদ কাপুর।

শাহিদ কাপুর- কফি পান করেন অনেকেই তাই বলে দিনে ১০ কাপ কফি চাই-ই চাই। এমনই অভ্যাস তৈরি করে ফেলেছেন অভিনেতা শাহিদ কাপুর।

5 / 6
ইব্রাহিম আল খান- মহিলা সঙ্গে বেশি থাকেন তিনি। তা নিয়ে ইতিমধ্যেই বি-টাউনে জল্পনা তুঙ্গে। ট্রোলারদের মত, মহিলা সঙ্গ ছাড়া নাকি থাকতেই পারেন না ইব্রাহিম।

ইব্রাহিম আল খান- মহিলা সঙ্গে বেশি থাকেন তিনি। তা নিয়ে ইতিমধ্যেই বি-টাউনে জল্পনা তুঙ্গে। ট্রোলারদের মত, মহিলা সঙ্গ ছাড়া নাকি থাকতেই পারেন না ইব্রাহিম।

6 / 6
অনন্যা পাণ্ডে- বলিউডের এই বাবলি গার্লের একটাই অভ্যাস খারাপ বলে তাঁর ঘনিষ্ঠরা মনে করেন। সে পার্টি ছাড়া থাকতেই পারেন না। হই-হই করে সেলিব্রেশনে মেতে থাকতেই তিনি পছন্দ করেন, যার জন্য খরচ হয় অনেক টাকা।

অনন্যা পাণ্ডে- বলিউডের এই বাবলি গার্লের একটাই অভ্যাস খারাপ বলে তাঁর ঘনিষ্ঠরা মনে করেন। সে পার্টি ছাড়া থাকতেই পারেন না। হই-হই করে সেলিব্রেশনে মেতে থাকতেই তিনি পছন্দ করেন, যার জন্য খরচ হয় অনেক টাকা।

Next Photo Gallery