South Sikkim: পুজোয় সিকিম যাবেন ভাবছেন? ঘুরে আসুন দক্ষিণে

TV9 Bangla Digital | Edited By: megha

Sep 26, 2021 | 9:49 PM

ভারতের কোনও রাজ্যই একবার ট্যুর করে ঘুরে শেষ করা যায় না। প্রত্যেক জায়গার মধ্যেই কোনও না কোনও অফবিট জায়গা লুকিয়ে রয়েছে। এর রকম একটি রাজ্য হল সিকিম। পশ্চিমবঙ্গের পাশেই অবস্থিত এই রাজ্যের প্রতিটি অংশে রয়েছে কিছু ভ্রমণ স্থান। তাই দক্ষিণ সিকিমের খোঁজ রইল আপনার জন্য...

1 / 6
নামচি: বর্তমানে চার ধাম যাত্রার মধ্যে বিবেচিত হয় এই ধর্মীয় স্থানটি। নগদাক মনেস্ট্রি, দলিং গুম্পা, নামচি রক গার্ডেনের মত একাধিক দর্শনীয় স্থান রয়েছে এখানে।

নামচি: বর্তমানে চার ধাম যাত্রার মধ্যে বিবেচিত হয় এই ধর্মীয় স্থানটি। নগদাক মনেস্ট্রি, দলিং গুম্পা, নামচি রক গার্ডেনের মত একাধিক দর্শনীয় স্থান রয়েছে এখানে।

2 / 6
রাভাংলা: গোল্ডেন বুদ্ধা মূর্তির জন্য সিকিমের এই রাভাংলা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। তাছাড়া এখানে রয়েছে একাধিক পুরনো মনেস্ট্রি এবং ট্রেকিংয়ের রুট।

রাভাংলা: গোল্ডেন বুদ্ধা মূর্তির জন্য সিকিমের এই রাভাংলা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। তাছাড়া এখানে রয়েছে একাধিক পুরনো মনেস্ট্রি এবং ট্রেকিংয়ের রুট।

3 / 6
বরং: রাভাংলা থেকে কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত বরং। যেখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আর দেখা পেতে পারেন বহু নামি ও অনামি পাখির।

বরং: রাভাংলা থেকে কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত বরং। যেখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আর দেখা পেতে পারেন বহু নামি ও অনামি পাখির।

4 / 6
সিকিপ: রঙ্গিত নদীর তীরে অবস্থিত সিকিপ। নদীর ধারে খোলা আকাশের নীচে প্রকৃতির মাঝে তাবুতে রাত কাটাতে চাইলে ঘুরে আসুন সিকিপ।

সিকিপ: রঙ্গিত নদীর তীরে অবস্থিত সিকিপ। নদীর ধারে খোলা আকাশের নীচে প্রকৃতির মাঝে তাবুতে রাত কাটাতে চাইলে ঘুরে আসুন সিকিপ।

5 / 6
টেমি চা বাগান: ৪৫৩ একর জায়গা জুড়ে বিস্তৃত টেমি চা বাগান। এখানের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় এই চা বাগান।

টেমি চা বাগান: ৪৫৩ একর জায়গা জুড়ে বিস্তৃত টেমি চা বাগান। এখানের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় এই চা বাগান।

6 / 6
জোরেথাং: রঙ্গিত নদীর কাছে দক্ষিণ সিকিমের সবচেয়ে বড় টাউন হল এই জোরেথাং। দার্জিলিং থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরেই অবস্থিত এই টাউন।

জোরেথাং: রঙ্গিত নদীর কাছে দক্ষিণ সিকিমের সবচেয়ে বড় টাউন হল এই জোরেথাং। দার্জিলিং থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরেই অবস্থিত এই টাউন।

Next Photo Gallery