Tulsi Upay: সপ্তাহের এই ২দিন তুলসী গাছে দিন ২টি বিশেষ জিনিস, সর্বদা সহায় থাকবে লক্ষ্মী-নারায়ণের কৃপা

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Nov 02, 2023 | 6:10 PM

Hindu Rules: তুলসীর প্রতিকার মেনে চললে ভক্তদের শুভদিন ফের শুরু হতে পারে। লক্ষ্মী-নারায়ণের আশীর্বাদ পেতে হলে ও দ্রুত সৌভাগ্য ফিরে পেতে তুলসীর গুরুত্বপূর্ণ প্রতিকার মেনে চলা উচিত। তবে তুলসীর সঙ্গে ৫টি জিনিস সঙ্গে রাখলে তা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সোনার মতো সংসার থাকবে আপনার।

1 / 8
হিন্দু ধর্ম মতে, তুলসী গাছ হল হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। আয়ুর্বেদিক শাস্ত্রে তুলসীর যেমন গুরুত্ব রয়েছে, তেমনি জ্যোতিষশাস্ত্রেও তুলসীর রয়েছে অনেক অলৌকিক ক্ষমতা। কারণ মনে করা হয়,তুলসী গাছেই লক্ষ্মীর বাস। বিশ্বাস করা হয়, নিয়মিত তুলসী পুজো করা হলে বিষ্ণু ও লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে।

হিন্দু ধর্ম মতে, তুলসী গাছ হল হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। আয়ুর্বেদিক শাস্ত্রে তুলসীর যেমন গুরুত্ব রয়েছে, তেমনি জ্যোতিষশাস্ত্রেও তুলসীর রয়েছে অনেক অলৌকিক ক্ষমতা। কারণ মনে করা হয়,তুলসী গাছেই লক্ষ্মীর বাস। বিশ্বাস করা হয়, নিয়মিত তুলসী পুজো করা হলে বিষ্ণু ও লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে।

2 / 8
রোজ তুলসীর আরাধনা করলে ঘরে কখনও আর্থিক কষ্ট ঘটে না। কর্মজীবনে বাধা দূর হয়, ঘরে সর্বদা শান্তি বজায় থাকে, অশান্তি থাকে অনেক দূরে। তুলসীর বেশ কিছু প্রতিকার মেনে চললে জীবনে সব সমস্যা কেটে যায়। বিশেষ করে প্রতি বৃহস্পতি ও শুক্রবার তুলসীর বিশেষ প্রতিকার মেনে চললে সবচেয়ে বেশি কার্যকর হওয়ার সম্ভবনা রয়েছে।

রোজ তুলসীর আরাধনা করলে ঘরে কখনও আর্থিক কষ্ট ঘটে না। কর্মজীবনে বাধা দূর হয়, ঘরে সর্বদা শান্তি বজায় থাকে, অশান্তি থাকে অনেক দূরে। তুলসীর বেশ কিছু প্রতিকার মেনে চললে জীবনে সব সমস্যা কেটে যায়। বিশেষ করে প্রতি বৃহস্পতি ও শুক্রবার তুলসীর বিশেষ প্রতিকার মেনে চললে সবচেয়ে বেশি কার্যকর হওয়ার সম্ভবনা রয়েছে।

3 / 8
তুলসীর প্রতিকার মেনে চললে ভক্তদের শুভদিন ফের শুরু হতে পারে। লক্ষ্মী-নারায়ণের আশীর্বাদ পেতে হলে ও দ্রুত সৌভাগ্য ফিরে পেতে তুলসীর গুরুত্বপূর্ণ প্রতিকার মেনে চলা উচিত। তবে তুলসীর সঙ্গে ৫টি জিনিস সঙ্গে রাখলে তা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সোনার মতো সংসার থাকবে আপনার।

তুলসীর প্রতিকার মেনে চললে ভক্তদের শুভদিন ফের শুরু হতে পারে। লক্ষ্মী-নারায়ণের আশীর্বাদ পেতে হলে ও দ্রুত সৌভাগ্য ফিরে পেতে তুলসীর গুরুত্বপূর্ণ প্রতিকার মেনে চলা উচিত। তবে তুলসীর সঙ্গে ৫টি জিনিস সঙ্গে রাখলে তা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সোনার মতো সংসার থাকবে আপনার।

4 / 8
হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতি মাসের উভয় একাদশী তিথিতে তুলসী গাছে বিবাহের সামগ্রী নিবেদন করা উচিত। এর মধ্যে রয়েছে চুড়ি, চিপ, লাল ওড়না, সিঁদুর, কুমকুম ইত্যাদি। এমনটা মেনে চললে দেবী লক্ষ্মী প্রসন্ন হন বলে মনে করা হয়। এর মাধ্যমে সব ইচ্ছেও পূরণ হতে পারে।

হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতি মাসের উভয় একাদশী তিথিতে তুলসী গাছে বিবাহের সামগ্রী নিবেদন করা উচিত। এর মধ্যে রয়েছে চুড়ি, চিপ, লাল ওড়না, সিঁদুর, কুমকুম ইত্যাদি। এমনটা মেনে চললে দেবী লক্ষ্মী প্রসন্ন হন বলে মনে করা হয়। এর মাধ্যমে সব ইচ্ছেও পূরণ হতে পারে।

5 / 8
জীবনকে সুখী করতে বাড়িতে অবশ্যই তুলসী পুজো করা উচিত। আচার অনুসারে, তুলসী পুজো করার পর নিয়মিত জলও দিতে হবে। বিশ্বাস করা হয়, তুলসী গাছটি সমৃদ্ধ থাকবে, যার ফলে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন ও পরিবারে ধনবর্ষণও হবে।

জীবনকে সুখী করতে বাড়িতে অবশ্যই তুলসী পুজো করা উচিত। আচার অনুসারে, তুলসী পুজো করার পর নিয়মিত জলও দিতে হবে। বিশ্বাস করা হয়, তুলসী গাছটি সমৃদ্ধ থাকবে, যার ফলে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন ও পরিবারে ধনবর্ষণও হবে।

6 / 8
জ্যোতিষীর মতে, রোজ সন্ধ্যের সময় তুলসী গাছের কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখা উচিত।  এমনটা মেনে চললে তুলসীদেবী খুশি হন বলে বিশ্বাস করা হয়। ঘরে দেবী লক্ষ্মী বাস করেন ও  ধন-সম্পদের আশীর্বাদ পেতে পারেন। এছাড়া গ্রহদোষগুলিও কেটে যেতে পারে।

জ্যোতিষীর মতে, রোজ সন্ধ্যের সময় তুলসী গাছের কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখা উচিত। এমনটা মেনে চললে তুলসীদেবী খুশি হন বলে বিশ্বাস করা হয়। ঘরে দেবী লক্ষ্মী বাস করেন ও ধন-সম্পদের আশীর্বাদ পেতে পারেন। এছাড়া গ্রহদোষগুলিও কেটে যেতে পারে।

7 / 8
তুলসী গাছে কাঁচা দুধ নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়। কাঁচা দুধ শুধুমাত্র বৃহস্পতিবার ও শুক্রবার দেওয়া উচিত। তবে একাদশীর তিথিতেও তুলসী গাছে দুধ নিবেদন ফলদায়ক। তাতে ব্যক্তির দুর্ভাগ্য দূর হয় এবং জীবনে সুখ আসে। তুলসী গাছকে সবসময় একটি কলবের সাথে বেঁধে রাখতে হবে।

তুলসী গাছে কাঁচা দুধ নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়। কাঁচা দুধ শুধুমাত্র বৃহস্পতিবার ও শুক্রবার দেওয়া উচিত। তবে একাদশীর তিথিতেও তুলসী গাছে দুধ নিবেদন ফলদায়ক। তাতে ব্যক্তির দুর্ভাগ্য দূর হয় এবং জীবনে সুখ আসে। তুলসী গাছকে সবসময় একটি কলবের সাথে বেঁধে রাখতে হবে।

8 / 8
জ্যোতিষীর মতে, প্রতি পঞ্চমী তিথিতে তুলসী গাছে জলের পাশাপাশি আখের রসও নিবেদন করা উচিত। কথিত আছে, এই উপায় মেনে চললে ঘরে সর্বদা ধন, সুখ ও শান্তি বজায় থাকবে। জীবনে সুখ বৃদ্ধি হবে। সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এতে।

জ্যোতিষীর মতে, প্রতি পঞ্চমী তিথিতে তুলসী গাছে জলের পাশাপাশি আখের রসও নিবেদন করা উচিত। কথিত আছে, এই উপায় মেনে চললে ঘরে সর্বদা ধন, সুখ ও শান্তি বজায় থাকবে। জীবনে সুখ বৃদ্ধি হবে। সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এতে।

Next Photo Gallery