TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Dec 11, 2022 | 9:40 AM
চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। রাজ্যেই তৈরি হয়েছে কর্মসংস্থানের নতুন সুযোগ। অয়েল ইন্ডিয়া লিমিটেডের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।
কেন্দ্রীয় সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেডের তরফে জানানো হয়েছে, সংস্থায় ফিটার পদে কর্মী নিয়োগ করা হবে। শিক্ষানবীশ বা অ্য়াপ্রেনটিস হিসাবে নিয়োগ করা হবে। কলকাতাতেই কর্মস্থল হবে।
শূন্যপদের সংখ্যা- মোট ৮টি শূন্যপদ রয়েছে।
বেতন- এই পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ২৬ হাজার টাকা থেকে শুরু হবে। সর্বোচ্চ ৯০ হাজার টাকা বেতন হবে।
আবেদনের শেষ তারিখ- ইতিমধ্যেই এই শূন্যপদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ২৬ ডিসেম্বর।
যোগ্য়তা- আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে ফিটার ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনও বোর্ড থেকে ন্যূনতম দশম শ্রেণি পাশ হতে হবে।