
আজ ৩৬তম জাতীয় গেমসের শুভ সূচনা। এই প্রথম বারের মতো গুজরাতে বসল জাতীয় গেমসের আসর। আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। জাতীয় গেমসের আগে গুজরাতের বদোদরায় নবরাত্রির গরবা ফেস্টিভ্যালে দেখা গেল অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়কে। তাঁকে দেখতে হাজির হয়েছিল একাধিক মানুষ। (ছবি-সাই মিডিয়া)

টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় জ্যাভলিন তারকা নীরজ চোপড়া বদোদরায় নবরাত্রি ফেস্টিভ্যালে, গরবার তালে পা মেলান। (ছবি-সাই মিডিয়া)

নীরজকে দেখতে জনজোয়ার। তাঁকে সাদর অভ্যর্থনা জানায় ইউনাইটেড ওয়েস অ্যান্ড বদোদরা নবরাত্রি ফেস্টিভ্যাল। (ছবি-সাই মিডিয়া)

নীরজকে গরবার মঞ্চে দেখেই ভিড় থেকে ধ্বনি আসতে থাকে, 'গরম গরম সিরা, নীরজ হামারা হীরা' এবং 'ইন্ডিয়া, ইন্ডিয়া।' (ছবি-সাই মিডিয়া)

আজ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে জাতীয় গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে হাজির থাকার কথা নীরজ-সহ একাধিক ভারতীয় অ্যাথলিটদের। (ছবি-সাই মিডিয়া)