Bangla NewsPhoto gallery Olympics gold medalist Neeraj Chopra performs Garba with crowd in Vadodara ahead of the 36th National Games
Neeraj Chopra: নীরজের গরবা দেখতে জনজোয়ার
আজ ৩৬তম জাতীয় গেমসের শুভ সূচনা। এই প্রথম বারের মতো গুজরাতে বসল জাতীয় গেমসের আসর। আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। জাতীয় গেমসের আগে গুজরাতের বদোদরায় নবরাত্রির গরবা ফেস্টিভ্যালে দেখা গেল অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়কে। তাঁকে দেখতে হাজির হয়েছিল একাধিক মানুষ।