Mercedes Benz CLK 230 - মার্সিডিজ ব্র্যান্ডটি দাদার বিশেষ পছন্দের। ৪৬.৫৫ লক্ষ টাকার লাল রংয়ের মার্সিডিজ শোভা পাচ্ছে দাদার গ্যারাজে। (ছবি-টুইটার)
BMW 7-Series - সৌরভ গঙ্গোপাধ্যায়ের গ্যারাজে রয়েছে বেশ কয়েকটি BMW। ওই কোম্পানির 7-Series এর গাড়ি রয়েছে দাদার গ্যারেজে। বলা হয়, জার্মানি থেকে ওই গাড়িটি আনা হয়েছে সৌরভের জন্য। এবং বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, এই গাড়িটি চড়তে সৌরভ সবচেয়ে বেশি পছন্দ করেন। (ছবি-টুইটার)
Audi Q5 - ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভেরর গ্যারেজে রয়েছে একটি Audi Q5 SUV। এই গাড়িটি ৫৫ লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন তিনি। সাদা রংয়ের অডি রয়েছে মহারাজের। (ছবি-টুইটার)
BMW X4 - সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে BMW 7-Series এর গাড়ি ছাড়াও রয়েছে BMW X4 মডেলের গাড়িও। এই গাড়ির ইঞ্জিনটি অত্যন্ত শক্তিশালী। পাশাপাশি এই গাড়িটিতে রয়েছে নানা অত্যাধুনিক ফিচার। (ছবি-টুইটার)
Ford Endeavour - সৌরভের গাড়ির কালেকশনে রয়েছে Ford Endeavour SUV-এর একটি ফার্স্ট জেনারেশনের গাড়ি। সৌরভ গঙ্গোপাধ্যায়কে একাধিকবার এই গাড়িটি ব্যবহার করতে দেখা গিয়েছে। (ছবি-টুইটার)