করলার মধ্যে রয়েছে একাধিক ঔষধি গুণ। যা শরীরকে সুস্থ রাখতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ব্যাপক ভাবে সাহায্য করে। তাই রোজ সকালে এক গ্লাস সবুজ উচ্ছের জুস দিয়ে দিন শুরু হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের। (ছবি-টুইটার)
বিরিয়ানি ভীষণ প্রিয় ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কলকাতার রাজাবাজার পেট্রোল পাম্পের পাশের খাদরি লেনের আহমেদদের বাড়ি থেকে স্পেশাল বিরিয়ানি আসে সৌরভের বাড়িতে। তবে স্টেন্ট বসার পর থেকে বিরিয়ানি এখন আর খেতে পারেন না সৌরভ। (ছবি-টুইটার)
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সৌরভের দৈনিক খাদ্যতালিকা থেকে পুরোপুরি বাদ পড়েছে সব ধরণের মাংস। চিকেন, মটন আর এখন চেখেও দেখেন না দাদা। (ছবি-টুইটার)
আর মিস্টি? সৌরভের খাদ্যতালিকায় মিষ্টি রয়েছে শতহাত দূরে। চিনি পুরো বাদ তাঁর ডায়েট থেকে। চকলেট খাওয়া ভুলে গিয়েছেন দাদা। (ছবি-টুইটার)
হৃদযন্ত্রে সমস্যা দেখা দেওয়ার জন্য সৌরভের খাদ্যতালিকায় আমূল পরিবর্তন হয়েছে। মেপে মেপে সব খাবার খান তিনি। (ছবি-ফেসবুক)