Happy Birthday Sourav Ganguly: প্রিয় বিরিয়ানি অতীত, তিতকুটে উচ্ছের রস দিয়ে দিন শুরু মহারাজের!
২০২১ সালের ৪ঠা জানুয়ারি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) হৃদযন্ত্রে অ্যাঞ্জিওপ্লাস্টির পর স্টেন্ট বসানো হয়েছিল। আর তার পর থেকে আমুল বদলে হয়েছে মহারাজের ডায়েটে। প্রিয় বিরিয়ানির জায়গায় সৌরভের মেনুতে ঢুকে পড়েছে সবুজ উচ্ছের জুস। মিষ্টি থেকে শতহাত দূরে সরে গিয়েছেন দাদা। সৌরভের দৈন্যন্দিন খাদ্যতালিকা থেকে বাদ পড়ে গিয়েছে মটন, চিকেনও।