বছরখানিক আগেও পারিবারিক এই ছবিটি ছিল পিকচার ‘পারফেক্ট’। কিন্তু মাঝে শুধু বন্ধুত্বের বার্তা দিয়ে সুস্মিতা সেনের প্রেমিক রোহমান শলের সঙ্গে সম্পর্ক ভাঙনের উল্লেখ।
তবে মাস গড়াতেই আবারও তাঁদের একসঙ্গে দেখা যায়। সুস্মিতা জানান, মেয়েরা রোহমানকে খুব ভালবাসে। ওদের জন্য তার বাড়িতে যে কোনও সময় আসতে পারে রোহমান।
সুস্মিতার ২৮ বছরের বিশ্বসুন্দরী হওয়ার দিন উপলক্ষে পার্টি দেন বড় মেয়ে রেনে। সেখানেও উপস্থিত ছিলেন রোহমান। ভক্তরা অনুমান করতে শুরু করেছিলেন আবার জুড়ছে সম্পর্ক।
কিন্তু মাঝে ঢুকে পড়ে ললিত মোদি। ভক্তদের কাছে প্রায় ভিলেনরূপে। তাঁর দাবি সুস্মিতা তাঁর বেটার হাফ। শুধু আনুষ্ঠানিক হতে যা বাকি। নেটদুনিয়া এই নিয়ে তোলপাড়। কিন্তু সুস্মিতা চুপ। তখনও পাশে ছিলেন রোহমান।
কয়েকদিন আগে সুসের মায়ের জন্মদিনের পার্টিতে ছিলেন রোহমান। এবার ছোট মেয়ে আলিশার জন্মদিন উপলক্ষে শপিংয়েও তিনি হাজির। সঙ্গে রেনে। তাহলে কি মেয়েরাই ভাঙা সম্পর্ক জুড়ে দেবে? ভক্তদের মনে আশা।
রোহমানও দুই মেয়েকে খুব ভালবাসেন। আলিশার সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শুভেচ্ছা বার্তায় লেখেন, ‘হ্যাপি বার্থডে মাই গাবডু’, সঙ্গে #থার্টিন।