Anupam Roy-Piya Chakraborty: আজই বিয়ে করেছিলেন অনুপম-পিয়া; টিকে থাকলেন পালন করতেন ৮ বছরের বিবাহবার্ষিকী
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Dec 07, 2023 | 12:33 PM
Anupam-Piya Marriage Anniversary: ২০১৫ সালের ৬ ডিসেম্বর, অর্থাৎ আজকের দিনেই বিয়ে করেছিলেন বাঙালি সঙ্গীত পরিচালক-গায়ক অনুপম রায় এবং সমাজসেবী-গায়িকা পিয়া চক্রবর্তী। বিয়েটা টিকে থাকলে আজ ৮ বছর বয়স হত তাঁদের বিয়ের। তাঁদের 'বিবাহবার্ষিকী'তে ফিরে দেখা সেই দিন, যেদিন বিয়ের সানাই বেজেছিল পিয়া-অনুপমের বাড়িতে। সারাজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার নিয়েছিলেন দু'জনে।
1 / 8
ঘটাচক্রে এখন আর একসঙ্গে নেই গায়ক-সঙ্গীত পরিচালক অনুপম রায় এবং সমাজসেবী-গায়িকা পিয়া চক্রবর্তী। দু'জনের পথ আলাদা হয়ে গিয়েছে অনেক আগেই। 'নিজেকে নিজের মতো গুছিয়ে' নিয়েছেন দু'জনেই।
2 / 8
তাঁদের বিবাহবিচ্ছেদের খবর দুনিয়াবাসীকে জানিয়েছিলেন অনুপম-পিয়া দু'জনেই এবং অবিলম্বে অনুপমের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন পিয়া। সে সময় অনুপমের প্রিয় বন্ধু অভিনেতা-পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল পিয়ার। সেই পরকীয়ার কারণেই বিয়ে ভাঙা অনুপম-পিয়ার।
3 / 8
বিয়েটা টিকে থাকলে, সম্পর্ক ভাল থাকলে, আজ ৮ বছরের বিবাহবার্ষিকী পালন করতেন অনুপম-পিয়া। ২০১৫ সালের ৬ ডিসেম্বর (আজের তারিখ) বিয়ে করেছিলেন অনুপম-পিয়া। বড় করে সামাজিক বিয়ে হয়েছিল তাঁদের।
4 / 8
সইসাবুদের পর অগ্নিসাক্ষী করে অনুপমের হাতে সিঁদুর পরেছিলেন পিয়া। তাঁর পরনে ছিল প্রচুর গয়না এবং লাল বেনারসী। চেলির জায়গায় শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘোমটা টেনেছিলেন পিয়া। ভারী মিষ্টি দেখতে লাগছিল তাঁকে।
5 / 8
অনুপমও বাঙালি পুরুষদের বিয়ের চিরাচরিত পোশাক 'জোড়' পরে বিয়ে করেছিলেন। আর নতুন বউয়ের লজ্জা লেগে ছিল পিয়ার মুখ। লজ্জা বস্ত্র দিয়ে মুখ ঢাকা হয়েছিল পিয়ার... আত্মীয়-স্বজন, প্রিয়জন এবং গুরুজনদের সঙ্গে নিয়ে সারাজীবন একসঙ্গে থাকার শপথ নিয়েছিলেন অনুপম-পিয়া। কিন্তু অদৃষ্টের লিখন ছিল অন্য। প্রজাপতি ব্রহ্মার ছিল অন্য প্ল্যান...
6 / 8
কাট টু, ২০২৩ সালের ২৭ নভেম্বর সকালেই খবর আসে পরমব্রতকে বিয়ে করবেন পিয়া। এ ব্যাপারে অনুপম কোনও প্রতিক্রিয়াই জানাননি সেদিন। নিজের গান রচনায় মন দিয়েছিলেন।
7 / 8
প্রাক্তন স্ত্রী পিয়ার বিয়ের খবর শোনার পর বাবা-মাকে নিয়ে ভাইজ়্যাকে চলে গিয়েছিলেন অনুপম। সেখানে গিয়ে সমুদ্রের সঙ্গে কথা বলেছিলেন তিনি। হয়তো রচনা করেছেন নতুন কোনও গানও।
8 / 8
অন্যদিকে বিয়ের পরদিনই হাসপাতালে ছুটেছিলেন পিয়া। অস্ত্রোপচার হয় তাঁর। কিডনিতে ৪ মিমিটারের একটি পাথর হয়েছিল। পিয়া সেটি বাদ দিয়েছেন ল্যাপ্রোস্কোপির মাধ্যমে। এই মুহূর্তে পরমব্রত এবং পিয়া মধুচন্দ্রিমা করতে দেশের বাইরে গিয়েছেন। ডাবলিন থেকে ছবি শেয়ার করেছেন পিয়া...৮ বছর আগে অগ্নিসাক্ষী করে বিয়ে করার আগে কখনও কি অনুপম-পিয়া ভেবেছিলেন, ২০১৫ সালের অগ্নিসাক্ষীর আগুনটা ২০২৩ সালে চিরদিনের মতো নিভে যাবে...ভাবেননি। এমনটা ভাবেন না কেউই। তাঁরা দু'জনেই নিজ জীবনে সুখে থাকুন, কামনা করে TV9 বাংলা।