
১৯৯৬ সালের ২০ জুন ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

সাদা জার্সিতে টেস্ট অভিষেকটা স্মরণীয় করে রেখেছিলেন 'প্রিন্স অফ ক্যালকাটা'। লর্ডসে অভিষেক টেস্টে দুরন্ত সেঞ্চুরি এসেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যাট থেকে।

সৌরভের টেস্ট অভিষেক ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। প্রথম ইনিংসে বল হাতে জোড়া উইকেট নিয়েছিলেন সৌরভ। প্রতিপক্ষ দলের টপ ও মিডল অর্ডারের সেরা দুই ব্যাটার নাসের হুসেন এবং গ্রেম হিকের উইকেট তুলে নিয়েছিলেন সৌরভ।

ভারতের প্রথম ইনিংসে লর্ডসে ৩০১ বলে ১৩১ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন সৌরভ। এই দুরন্ত শতরানের ইনিংস সাজানো ছিল ২০ টি চার দিয়ে।

টেস্ট ক্রিকেটে মোট ১১৩ টি ম্যাচে খেলেছেন সৌরভ। তাতে তিনি করেছেন ৭২১২ রান। রয়েছে ১৬ টি শতরান ও ৩৫ টি অর্ধশতরান। পাশাপাশি বল করার সুবাদে ৯৯টি ম্যাচে সৌরভের নামের পাশে রয়েছে ৩২টি টেস্ট উইকেট।