Bangla NewsPhoto gallery On this day 2008 Team India captain Virat Kohli made his debut in International Cricket
Virat Kohli: বিরাটের অভিষেকের ১৩ বছর
২০০৮ সালের আজকের দিনে আন্তর্জাতিক ক্রিকেটে (International Cricket) হাতেখড়ি হয়েছিল বিরাট কোহলির (Virat Kohli)। দেখতে দেখতে কেটে গেছে ১৩টা বছর। এই ১৩ বছরে একের পর এক রেকর্ড গড়ে ও ভেঙে গোটা বিশ্বের কাছে নিজের জাত চিনিয়েছেন ভিকে। ২০০৮ সালে ভারতকে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানোর পর সে বছরই ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে অভিষেক হয় কোহলির। এক নজরে দেখে নেওয়া যাক ১৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে বিরাটের গড়া কিছু কীর্তি।