
আজ থেকে ১৫ বছর আগে, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2007) ৬ ছক্কার নজির গড়েছিলেন ভারতের তারকা অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) এক ওভারে ৬টা ছয় মেরেছিলেন যুবি। (ছবি-টুইটার)

ঐতিহাসিক সেই ওভারের আগেই অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ। এর পরেই ছয় ছক্কা হাঁকিয়ে দারুণ জবাব দেন যুবি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস তৈরি করেন যুবরাজ। (ছবি-টুইটার)

ভারতের বাঁ-হাতি ব্যাটারের তাণ্ডব রীতিমতো হাঁ করে দেখেছিলেন ইংল্যান্ডের তরুণ বোলার স্টুয়ার্ট ব্রড। (ছবি-টুইটার)

২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর টি-২০ বিশ্বকাপের ম্যাচে ১২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন যুবি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা এখনও রেকর্ড। (ছবি-টুইটার)

টি-২০ ক্রিকেটে যুবরাজ সিংয়ের এক ওভারে ছয় ছক্কার কীর্তির পর আরও কোনও ভারতীয় এই নজির গড়তে পারেননি। (ছবি-টুইটার)