On this day: ভারতের কুড়ি-বিশের বিশ্বকাপ জয়ের ১৫ বছর পূর্তি
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Sep 24, 2022 | 4:46 PM
T20 World Cup 2007: ১৫ বছর আগে আজকের দিনে প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০০৭ সালে প্রথম বার টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সে বারই চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ট্রফি এনেছিল দেশে।
1 / 5
T20 World Cup 2007: ১৫ বছর আগে আজকের দিনে প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০০৭ সালে প্রথম বার টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সে বারই চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ট্রফি এনেছিল দেশে। (ছবি-টুইটার)
2 / 5
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে টসে জিতেছিল ভারত। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছিল ভারত। (ছবি-টুইটার)
3 / 5
চোটের কারণে সেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন ম্যাচে বীরেন্দ্র সেওয়াগ। যার ফলে গৌতম গম্ভীরের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন ইউসুফ পাঠান ৷ সেটি ছিল তাঁর অভিষেক ম্যাচ। তিনি ১৫ রান করে আউট হয়ে যান ৷ তিন নম্বরে ব্যাট করতে নামা রবীন উথাপ্পাও মাত্র ৮ রানে ড্রেসিংরুমে ফিরে যান ৷ একটা সময় ৪০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷ কিন্তু, গোটা টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা যুবরাজ সিং এবং গৌতম গম্ভীর জুটি বেঁধে ভারতের ইনিংস সামলান ৷ (ছবি-টুইটার)
4 / 5
টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে টার্গেট দিয়েছিল ১৫৮। ৩ বল বাকি থাকতেই ১৫২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৫ রানে ম্যাচ জিতে নেন ধোনিরা। (ছবি-টুইটার)
5 / 5
২০০৭ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ গড়িয়েছিল শেষ ওভার অবধি। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান। ধোনি শেষ ওভারে যোগিন্দর শর্মার হাতে বল তুলে দিয়েছিলেন। ক্রিজে ছিলেন মিসবা উল হক ও মহম্মদ আসিফ। দ্বিতীয় বলেই লম্বা ছক্কা হাঁকান মিসবা। সেই সময় ভারতের জয়ের আশা কমতে থাকে। তৃতীয় বলেই যোগিন্দর তুলে নেন মিসবার উইকেট। এবং ভারতের হাতে ওঠে প্রথম টি-২০ বিশ্বকাপ ট্রফি। (ছবি-টুইটার)