Relationship Gossip: হৃত্বিকের প্রেমে পাগল মেয়ে, ভাঙতে বসেছে বৈবাহিক জীবন, আঁচ পেয়েই কী করেছিলেন বিগ বি

Hrithik Roshan: বিষয়টা নজর এড়ায়নি অমিতাভ বচ্চনের। অভিষেকের সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়ে হৃত্বিকের সঙ্গে আলাপ হয় শ্বেতার। সেখান থেকেই হয়ে যায় বন্ধুত্ব।

| Edited By: জয়িতা চন্দ্র

Jun 16, 2022 | 12:11 PM

1 / 5
কৃষ ছবি এই পিতা-পুত্র জুটির অন্যতম জনপ্রিয় ছবি। সেই সিরিজ় থেকেই বাদ পড়ছে বাবা! বলিউডে এমনই জল্পনা তুঙ্গে। কারণ হিসেবে শোনা যাচ্ছে অন্য খবর। হৃত্বিকের ভাবনায় ছবির বাজার। বর্তমানে দর্শকদের স্বাদ বদল ঘটেছে।

কৃষ ছবি এই পিতা-পুত্র জুটির অন্যতম জনপ্রিয় ছবি। সেই সিরিজ় থেকেই বাদ পড়ছে বাবা! বলিউডে এমনই জল্পনা তুঙ্গে। কারণ হিসেবে শোনা যাচ্ছে অন্য খবর। হৃত্বিকের ভাবনায় ছবির বাজার। বর্তমানে দর্শকদের স্বাদ বদল ঘটেছে।

2 / 5
সেই কারণেই এবার তিনিও নতুন কোনও ট্যালেন্টেড পরিচালক খোঁজ করছেন। যিনি হৃত্বিকের অ্যাকশন মাত্রাকে ছুঁতে পারবেন। সেই সুবাদেই ছবি পরিচালনা থেকে বাদ পড়ার সম্ভাবনা রাকেশ রোশনের।

সেই কারণেই এবার তিনিও নতুন কোনও ট্যালেন্টেড পরিচালক খোঁজ করছেন। যিনি হৃত্বিকের অ্যাকশন মাত্রাকে ছুঁতে পারবেন। সেই সুবাদেই ছবি পরিচালনা থেকে বাদ পড়ার সম্ভাবনা রাকেশ রোশনের।

3 / 5
যদিও বর্তমানে শ্বেতা সেই উষ্ণ প্রেম কাটিয়ে ঘরে ফিরেছেন। তবে থাকেন না স্বামীর সঙ্গে দিল্লিতে। ফ্যাশনের কাজে যুক্ত হওয়ার পরই তিনি মুম্বইতে স্থানান্তরিত হন। আর এখন মুম্বইতেই থাকেন তিনি কর্মসূত্রে।

যদিও বর্তমানে শ্বেতা সেই উষ্ণ প্রেম কাটিয়ে ঘরে ফিরেছেন। তবে থাকেন না স্বামীর সঙ্গে দিল্লিতে। ফ্যাশনের কাজে যুক্ত হওয়ার পরই তিনি মুম্বইতে স্থানান্তরিত হন। আর এখন মুম্বইতেই থাকেন তিনি কর্মসূত্রে।

4 / 5
বিষয়টা নজর এড়ায়নি অমিতাভ বচ্চনের। অভিষেকের সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়ে হৃত্বিকের সঙ্গে আলাপ হয় শ্বেতার। সেখান থেকেই হয়ে যায় বন্ধুত্ব। এরপর হৃত্বিককে এতটাই ভাললেগে যায় শ্বেতার যে তিনি মাঝে মধ্যেই লুকিয়ে দেখা শুরু করে দিয়েছিলেন।

বিষয়টা নজর এড়ায়নি অমিতাভ বচ্চনের। অভিষেকের সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়ে হৃত্বিকের সঙ্গে আলাপ হয় শ্বেতার। সেখান থেকেই হয়ে যায় বন্ধুত্ব। এরপর হৃত্বিককে এতটাই ভাললেগে যায় শ্বেতার যে তিনি মাঝে মধ্যেই লুকিয়ে দেখা শুরু করে দিয়েছিলেন।

5 / 5
ডিনার- রাতে সাধারণত অমিতাভ বচ্চন খেয়ে থাকেন শুধুই স্যুপ। মাঝে মধ্যে স্বাদ বদলের জন্য তিনি তালিকায় রেখে থাকেন পনির ভুজিয়া।

ডিনার- রাতে সাধারণত অমিতাভ বচ্চন খেয়ে থাকেন শুধুই স্যুপ। মাঝে মধ্যে স্বাদ বদলের জন্য তিনি তালিকায় রেখে থাকেন পনির ভুজিয়া।