Bollywood Retro Gossip: সুপারস্টার রাজেশ খান্না ফ্লপ তকমা নিতে না পেরে কি পাগল হয়ে গেলেন! এক রাতের ঘটনায় তেমনটাই মনে হয় ডিম্পলের

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 23, 2022 | 8:43 PM

Rajesh Khanna: একটি ছবিও ফ্লপ হয়নি। এরপর যখন একটা সময়ের পর ফ্লপের তকমা গায়ে লাগতে থাকে, সহ্য করতে পারতেন না রাজেশ খান্না।

1 / 5
বলিউডের প্রথম সুপারস্টার বলতে যে মানুষটির নাম সবার আগে উঠে আসে তিনি হলেন রাজেশ খান্না। একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে একটা সময় নিজেকে সর্বেসর্বা ভাবতে শুরু করেছিলেন এই বলিউড স্টার।

বলিউডের প্রথম সুপারস্টার বলতে যে মানুষটির নাম সবার আগে উঠে আসে তিনি হলেন রাজেশ খান্না। একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে একটা সময় নিজেকে সর্বেসর্বা ভাবতে শুরু করেছিলেন এই বলিউড স্টার।

2 / 5
অনেকেরই মত, সেই কারণেই দিন দিন বেড়েই চলেছিল তাঁর অহংকার। সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়ে নিজেকে একটা সময় প্রায় ভগবান ভাবতে শুরু করেছিলেন তিনি। একটানা ১৫টি হিট ছবি করেছিলেন রাজেশ খান্না।

অনেকেরই মত, সেই কারণেই দিন দিন বেড়েই চলেছিল তাঁর অহংকার। সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়ে নিজেকে একটা সময় প্রায় ভগবান ভাবতে শুরু করেছিলেন তিনি। একটানা ১৫টি হিট ছবি করেছিলেন রাজেশ খান্না।

3 / 5
একটি ছবিও ফ্লপ হয়নি। এরপর যখন একটা সময়ের পর ফ্লপের তকমা গায়ে লাগতে থাকে, সহ্য করতে পারতেন না রাজেশ খান্না। সারাদিন মদ্যপানে ঢুবে থাকতেন বলে নিজেই জানিয়েছিলেন।

একটি ছবিও ফ্লপ হয়নি। এরপর যখন একটা সময়ের পর ফ্লপের তকমা গায়ে লাগতে থাকে, সহ্য করতে পারতেন না রাজেশ খান্না। সারাদিন মদ্যপানে ঢুবে থাকতেন বলে নিজেই জানিয়েছিলেন।

4 / 5
এমন কি ব্যবহারে এসেছিল অমোঘ পরিবর্তন। রাতের বেলাই নিজেই বারে বারে বলে উঠতেন এ হতে পারে না। নিজেই ভগবানের কাছে বলতেন, ভগবান, আমার ধৈর্য্যের পরীক্ষা নিও না। একটা সময় যাতে মনে না হয় যে ভগবান বলে হয়তো কিছু নেই।

এমন কি ব্যবহারে এসেছিল অমোঘ পরিবর্তন। রাতের বেলাই নিজেই বারে বারে বলে উঠতেন এ হতে পারে না। নিজেই ভগবানের কাছে বলতেন, ভগবান, আমার ধৈর্য্যের পরীক্ষা নিও না। একটা সময় যাতে মনে না হয় যে ভগবান বলে হয়তো কিছু নেই।

5 / 5
ডিম্পল এই পরিস্থিতি দেখে মনে করতেন, রাজেশ খান্না হয়তো পাগল হয়ে গিয়েছেন। আর এটা এই কারণেই ঘটেছিল, একটা সময় এমনভাবে সাফল্য আমায় ঘিরে ধরেছিল, যে ব্যর্থতা আমি গ্রহণ করতে পারিনি, বলেই জানান রাজেশ খান্না।

ডিম্পল এই পরিস্থিতি দেখে মনে করতেন, রাজেশ খান্না হয়তো পাগল হয়ে গিয়েছেন। আর এটা এই কারণেই ঘটেছিল, একটা সময় এমনভাবে সাফল্য আমায় ঘিরে ধরেছিল, যে ব্যর্থতা আমি গ্রহণ করতে পারিনি, বলেই জানান রাজেশ খান্না।

Next Photo Gallery