Incredible India: জীবনে একবার পা রাখতেই হবে দেশের এই সেরা ভ্রমণস্থলগুলিতে!
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Sep 08, 2022 | 8:58 AM
Travel in India: উছলে পড়া প্রাকৃতিক সম্পদে পূর্ণ ভারত। শুধু দেশ নয়, ভিন দেশের পর্যটকরাও এদেশে আসেন প্রাকৃতিক সৌন্দর্য দর্শনের লোভে। উপরি হিসেবে তাঁরা পেয়ে যান ভারতের ঐতিহ্যমণ্ডিত একাধিক সংস্কৃতির অভিজ্ঞতাও।
1 / 10
উছলে পড়া প্রাকৃতিক সম্পদে পূর্ণ ভারত। শুধু দেশ নয়, ভিন দেশের পর্যটকরাও এদেশে আসেন প্রাকৃতিক সৌন্দর্য দর্শনের লোভে। উপরি হিসেবে তাঁরা পেয়ে যান ভারতের ঐতিহ্যমণ্ডিত একাধিক সংস্কৃতির অভিজ্ঞতাও।
2 / 10
পাহাড়, নদী, সমুদ্র, মরুভূমি— একই দেশের মধ্যে এমন প্রাকৃতিক বৈচিত্র পৃথিবীর আর কোনও দেশে নেই। জানলে অবাক হবেন, আমাদের দেশে এমন কিছু জায়গা রয়েছে যেখানে জীবনে অন্তত একবার পা রাখতেই হবে।
3 / 10
কারণ প্রকৃতি কখনও আপনাকে খালি হাতে ফেরায় না। যে স্মৃতি দেয়, সেই স্মৃতি সঞ্চিত থাকে মনের মণিকোঠায়। রোমন্থনে সেই স্মৃতি দেয় প্রশান্তির স্বাদ!
4 / 10
পশ্চিমঘাট পর্বতমালা : পশ্চিমঘাট পর্বতমালা অপর নাম সহ্যাদ্রি পর্বতমালা। গুজরাতের সীমান্ত থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত এই এই পর্বতসারি। বিশ্বের অন্যান্য পর্যটনস্থলের নিরিখে এই পর্বতমালার জীববৈচিত্র সম্পূর্ণ আলাদা। পর্বতামালার শরীর জুড়ে বেড়ে ওঠা নাম না জানা কতশত উদ্ভিদ এবং সেই বৃক্ষরাজির অন্দরে বাস করা প্রাণী সকলেরই বিস্ময় জাগাতে সক্ষম!
5 / 10
লাদাখের অত্যাশ্চর্য হ্রদ: লাদাখে একবার পা রাখলেই যে কোনও পর্যটক একবার থমকে যাবেনই! মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে হয় স্বপ্নের চেয়ে বেশি সুন্দর এই উপত্যকা! হ্রদের দৃষ্টিনন্দন নীলাভ জলরাশির টানে সমগ্র পৃথিবী থেকে পর্যটকরা ছুটে আসেন লাদাখে! পার্বত্য অঞ্চলের হ্রদগুলির মধ্যে প্যাংগং এবং মোরিরি হ্রদ সৌন্দর্যের নিরিখে বাস্তবেই ভিন্ন!
6 / 10
সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য: পশ্চিমবঙ্গের সুন্দরবনের সর্পিল খাঁড়ি এবং তাকে জড়িয়ে থাকা ঘন প্রায় অগম্য ম্যানগ্রোভ জঙ্গল পৃথিবীর অন্যতম রোমাঞ্চকর পর্যটনস্থল। ইউনেস্কো এই ম্যানগ্রোভ অরণ্যকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। গহীন অরণ্যে বাস করে রাজকীয় রয়্যাল বেঙ্গল টাইগার! যার দর্শন পাওয়ার জন্য বহু পর্যটক কাটিয়ে দিনের পর দিন।
7 / 10
ব্রহ্মপুত্র নদীর সূর্যাস্ত: পৃথিবীর যাবতীয় সৌন্দর্যের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অভিজ্ঞতা হতে পারে ব্রহ্মপুত্র নদে সূর্যাস্ত দর্শন। সুবিশাল ব্রহ্মপুত্র নদের মধ্যে ধীরে ধীরে এবং রাজকীয় ভঙ্গিতে গোলাকার সূর্যের মিলিয়ে যাওয়ার সারা জীবনের সেরা অভিজ্ঞতা হয়ে উঠতে পারে।
8 / 10
থর মরুভূমির রাতের নক্ষত্রমালা: রাজস্থানে পা রাখলে অবশ্যই থর মরুভূমিতে ক্যাম্প করবেন। শীতল রাতে, বিস্তীর্ণ স্বর্ণবর্ণ বালিরাশির উপরে কৃষ্ণবর্ণ আকাশের দিকে তাকালে নজরে আসবে এক স্বর্গীয় দৃশ্য। অযুত বছর ধরে জ্বলা তারা, ছায়াপথ যেন আকাশে তৈরি করে কোনও এক রাজার মণিমুক্তাখচিত প্রাসাদের ছাদ!
9 / 10
লাক্ষাদ্বীপ: ভারতের কুমারী সমুদ্রসৈকতের মধ্যে অন্যতম হল লাক্ষাদ্বীপের বেলাভূমি। নীলার মতো সমুদ্র, শুভ্র বালির সৈকত যেন উচ্ছ্বল যৌবনের মতোই ডাক দেয়! যেন বার বার বলে এসো আমায় আবিষ্কার করো। চেনাজানা পৃথিবীর বুকে লাক্ষাদ্বীপ যেন অজানা জগৎ। এমনকী এখানে নীল সমুদ্রের অতল দর্শন করার জন্যও রয়েছে স্নরকেলিং, স্কুবা ডাইভিং-এর ব্যবস্থা।
10 / 10
হিমালয়ের হিমায়িত হ্রদ: হিমালয়ের বুকেও রয়েছে একাধিক ছোট এবং বড় হ্রদ। সেসব হ্রদ কল্পনার চাইতেও বেশি সুন্দর! বিশেষ করে সিকিম রাজ্যে একাধিক হিমায়িত হ্রদের দেখা মেলে যা একবার অন্তত দেখা উচিত।