Viral News: মা-বাবার কথা না শোনার ফল, কলেজ জীবনে ভয়ানক অভিজ্ঞতা শ্রদ্ধার, সাবধান করেছিলেন ভক্তদের

Shraddha Kapoor: কলেজ জীবনে এ কী কান্ড ঘটিয়েছিলেন শ্রদ্ধা, ভক্তরা শুনে অবাক।

| Edited By: জয়িতা চন্দ্র

Mar 24, 2022 | 2:06 PM

1 / 7
শ্রদ্ধা কাপুর বরাবরই ভক্তদের নজরে বেশ পছন্দের। সেলিব্রিটি হাবভাব থেকে শত মাইল দূরে থাকা এই অভিনেত্রী খুব সহজ-সরল জীবন যাপন করে থাকেন। আর কোনও রকমের রাখ-ঢাক না করেই মনের গোপণ কথা ফাঁস করে থাকেন।

শ্রদ্ধা কাপুর বরাবরই ভক্তদের নজরে বেশ পছন্দের। সেলিব্রিটি হাবভাব থেকে শত মাইল দূরে থাকা এই অভিনেত্রী খুব সহজ-সরল জীবন যাপন করে থাকেন। আর কোনও রকমের রাখ-ঢাক না করেই মনের গোপণ কথা ফাঁস করে থাকেন।

2 / 7
এই সেলেবের জ্ঞান নিয়ে কোনও সন্দেহ না থাকলেও অনেক ভক্তই হয়তো জানেন না শ্রদ্ধা কাপুর একবছরের জন্য বিদেশে পড়তে গিয়েছিলেন, আর তিনি ফেল করেন।

এই সেলেবের জ্ঞান নিয়ে কোনও সন্দেহ না থাকলেও অনেক ভক্তই হয়তো জানেন না শ্রদ্ধা কাপুর একবছরের জন্য বিদেশে পড়তে গিয়েছিলেন, আর তিনি ফেল করেন।

3 / 7
বিষয়টা হচ্ছে, সেই সাবজেক্টের ক্লাস হত প্রতিটা দিন সকালে। আর সকালে ঘুম থেকে উঠে ক্লাস করতে ভাল লাগত না শ্রদ্ধার।

বিষয়টা হচ্ছে, সেই সাবজেক্টের ক্লাস হত প্রতিটা দিন সকালে। আর সকালে ঘুম থেকে উঠে ক্লাস করতে ভাল লাগত না শ্রদ্ধার।

4 / 7
নিজেই এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এই কারণেই তাঁর রেজাল্ট খারাপ হয়, তাই কেউ যেন এভাবে ক্লাস না করে ছেড়ে দেয়।

নিজেই এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এই কারণেই তাঁর রেজাল্ট খারাপ হয়, তাই কেউ যেন এভাবে ক্লাস না করে ছেড়ে দেয়।

5 / 7
এতে পরিস্থিতি খারাপই হয়, পরিবারের কাছে সম্মান নষ্ট হয়, তা বাবা-মার কথা মত কলেজে সঠিকভাবে পড়াশুনাটা একান্ত প্রয়োজন, যা রেজাল্ট হাতে পাওয়ার পর উপলব্ধি করেছিলেন শ্রদ্ধা কাপুর।

এতে পরিস্থিতি খারাপই হয়, পরিবারের কাছে সম্মান নষ্ট হয়, তা বাবা-মার কথা মত কলেজে সঠিকভাবে পড়াশুনাটা একান্ত প্রয়োজন, যা রেজাল্ট হাতে পাওয়ার পর উপলব্ধি করেছিলেন শ্রদ্ধা কাপুর।

6 / 7
এক সাক্ষাৎকারে কলেজ লাইফ নিয়ে এই আক্ষেপের কথা জানান সেলেব স্টার।

এক সাক্ষাৎকারে কলেজ লাইফ নিয়ে এই আক্ষেপের কথা জানান সেলেব স্টার।

7 / 7
বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই সেলেব। বি-টাউনে একের পর এক হিট ছবি উপহারও দিয়েছেন তিনি, ছিঁচোড়ে ছবির প্রমোশনেই নিজের কান্ডের কথা ফাঁস করেছিলেন শ্রদ্ধা।

বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই সেলেব। বি-টাউনে একের পর এক হিট ছবি উপহারও দিয়েছেন তিনি, ছিঁচোড়ে ছবির প্রমোশনেই নিজের কান্ডের কথা ফাঁস করেছিলেন শ্রদ্ধা।