Diego Maradona: মারাদোনাহীন এক বছর পার করল বিশ্ববাসী

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 25, 2021 | 9:59 AM

Diego Maradona's Death Anniversary: ৬০ বছরেই যে দিয়েগো আর্মান্দো মারাদোনা (Diego Maradona) দুনিয়াকে আলবিদা জানাতে পারেন এটা এক্কেবারে কল্পনার বাইরে ছিল। কার্ডিয়াক অ্যারেস্ট কেড়ে নিল ফুটবল রাজপুত্রকে। মারাদোনা নেই, মেনে নিতে কষ্ট হয়নি এমন মানুষ খুঁজে বের করাও মুশকিল। ঠিক এক বছর আগে আজকের দিনই চিরতরে ঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন মারাদোনা। দেখতে দেখতে একটা বছর মারাদোনাহীন পৃথিবীতে সকলে থাকলেও। তিনি রয়েছেন সকলের মনের মণিকোঠায়।

1 / 4
২০২০ সালের ২৫ নভেম্বরই চিরতরে ঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন মারাদোনা। (ছবি-টুইটার)

২০২০ সালের ২৫ নভেম্বরই চিরতরে ঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন মারাদোনা। (ছবি-টুইটার)

2 / 4
 গত বছর আজকের দিনেই ফুটবলের রাজপুত্রকে এভাবেই চোখের জলে বিদায় জানিয়েছিল গোটা বিশ্ব। (ছবি-টুইটার)

গত বছর আজকের দিনেই ফুটবলের রাজপুত্রকে এভাবেই চোখের জলে বিদায় জানিয়েছিল গোটা বিশ্ব। (ছবি-টুইটার)

3 / 4
চিরস্মরণীয় মারদোনার সেই হ্যান্ড অব গড। মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম গোলটা চিরকাল ‘হ্যান্ড অফ গড’ নামে পরিচিত থেকে গিয়েছে।(ছবি-টুইটার)

চিরস্মরণীয় মারদোনার সেই হ্যান্ড অব গড। মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম গোলটা চিরকাল ‘হ্যান্ড অফ গড’ নামে পরিচিত থেকে গিয়েছে।(ছবি-টুইটার)

4 / 4
 মারাদোনার বাঁ পায়ের জাদুতে মোহিত ছিল গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। তিনি এই দুনিয়ায় না থাকলেও তাঁর কদর বিন্দুমাত্র কমে যায়নি। (ছবি-টুইটার)

মারাদোনার বাঁ পায়ের জাদুতে মোহিত ছিল গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। তিনি এই দুনিয়ায় না থাকলেও তাঁর কদর বিন্দুমাত্র কমে যায়নি। (ছবি-টুইটার)

Next Photo Gallery