
ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ৯আরটি ফোন। দেশে আনুষ্ঠানিক ভাবে এই স্মার্টফোন লঞ্চের আগে প্রকাশিত হয়েছে ফোনের সম্ভাব্য দাম।

জানা গিয়েছে ৪০ থেকে ৪৪ হাজার টাকার মধ্যে ভারতে ওয়ানপ্লাস ৯আরটি ফোনের দাম হতে পারে। টিপস্টার যোগেশ বরার এমনই আভাস দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে ওয়ানপ্লাস ৮টি ফোনের মতোই দাম হতে পারে ওয়ানপ্লাস ৯আরটি ফোনের।

ওয়ানপ্লাস ৯আর ফোনের আপগ্রেডেড মডেল হিসেবে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ৯আরটি স্মার্টফোন। চিনে ইতিমধ্যেই ওয়ানপ্লাস ৯আরটি ফোন লঞ্চ হয়েছে। এবার ভারতের পালা।

ভারতে কবে ওয়ানপ্লাস ৯আরটি ফোন লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে শোনা গিয়েছে, খুব তাড়াতাড়িই হয়তো এই ফোন ভারতে লঞ্চ হবে।

অনুমান করা হচ্ছে, চলতি মাস অর্থাৎ অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বর মাসের শুরুতে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। যদিও ওয়ানপ্লাস সংস্থা এখনও ভারতে ওয়ানপ্লাস ৯আরটি ফোনের ভারতে লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেনি।

চিনে ওয়ানপ্লাস ৯আরটি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে। অনুমান, ভারতেও এই দুই স্টোরেজ ভ্যারিয়েন্টেই লঞ্চ হবে ওয়ানপ্লাস ৯আরটি ফোন।

Bureau of Indian Standards (BIS)- এই সার্টিফিকেশন সাইটে অগস্ট মাসেই ওয়ানপ্লাস ৯আরটি ফোনের নাম দেখা গিয়েছিল। এর থেকেই অনুমান করা হয়েছিল যে ওয়ানপ্লাস ৯আরটি ফোন ভারতে লঞ্চ হবে।