13,000 টাকা ছাড়ে Oppo Reno7 5G, পুরনো ফোন বদলালে আরও 24,000 টাকার ডিসকাউন্ট

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 01, 2023 | 1:31 PM

Oppo Reno7 5G Offer Price: দেশে এখন 5G স্মার্টফোনের রমরমা। আর এমনই এক সময়ে একটি Oppo স্মার্টফোনে ব্যাপক ছাড় পাওয়া যাচ্ছে। জেনে নিন সেই অফার সম্পর্কে।

1 / 7
নতুন স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন? সেই ফোন কি 5G? তাহলে আপনার জন্য একটি দুর্দান্ত অফার এসে গিয়েছে। Oppo Reno7 5G হ্যান্ডসেটে ব্যাপক ছাড় পেয়ে যাবেন কাস্টমাররা। এমনিতে মার্কেটে এই 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 37,990 টাকা। কিন্তু এই জনপ্রিয় Oppo 5G ফোন ক্রয় করতে আপনাকে এত টাকা খরচা করতে হবে না। কত দামে পাবেন তাহলে?

নতুন স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করছেন? সেই ফোন কি 5G? তাহলে আপনার জন্য একটি দুর্দান্ত অফার এসে গিয়েছে। Oppo Reno7 5G হ্যান্ডসেটে ব্যাপক ছাড় পেয়ে যাবেন কাস্টমাররা। এমনিতে মার্কেটে এই 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 37,990 টাকা। কিন্তু এই জনপ্রিয় Oppo 5G ফোন ক্রয় করতে আপনাকে এত টাকা খরচা করতে হবে না। কত দামে পাবেন তাহলে?

2 / 7
Oppo Reno7 5G স্মার্টফোনের উপরে আপনাকে 23% ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তার ফলে এই ফোনের দাম হয়ে যাচ্ছে 28,999 টাকা। শুধু তাই নয়। এই ফোন কেনার জন্য আপনি যদি ডেবিট বা ক্রেডিট কার্ডের সাহায্যে নেন, তাহলে আপনি 4,000 টাকার আরও অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন।

Oppo Reno7 5G স্মার্টফোনের উপরে আপনাকে 23% ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তার ফলে এই ফোনের দাম হয়ে যাচ্ছে 28,999 টাকা। শুধু তাই নয়। এই ফোন কেনার জন্য আপনি যদি ডেবিট বা ক্রেডিট কার্ডের সাহায্যে নেন, তাহলে আপনি 4,000 টাকার আরও অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন।

3 / 7
অর্থাৎ আপনি এখনও পর্যন্ত Oppo Reno7 5G হ্যান্ডসেটের উপরে সব মিলিয়ে 13,000 টাকার ছাড় পেয়ে যাচ্ছেন। সদ্য লঞ্চ হওয়া কোনও ফোনের উপরে এই বিরাট অঙ্কের ডিসকাউন্ট সত্যিই ভাবা যায় না। কারণ, 10,000 টাকার বেশি হলেই সেই ছাড় এক্সেচেঞ্জের আওতায় চলে আসে।

অর্থাৎ আপনি এখনও পর্যন্ত Oppo Reno7 5G হ্যান্ডসেটের উপরে সব মিলিয়ে 13,000 টাকার ছাড় পেয়ে যাচ্ছেন। সদ্য লঞ্চ হওয়া কোনও ফোনের উপরে এই বিরাট অঙ্কের ডিসকাউন্ট সত্যিই ভাবা যায় না। কারণ, 10,000 টাকার বেশি হলেই সেই ছাড় এক্সেচেঞ্জের আওতায় চলে আসে।

4 / 7
এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই ফোনের উপরে কত টাকার এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে? সেই অঙ্কটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন।  Oppo Reno7 5G ফোনটির উপরে আপনি 24,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেয়ে যাবেন। তার জন্য আপনাকে পুরনো ফোনটা বদলাতে হবে। আর সেই ফোনের পরিস্থিতি হতে হবে অত্যন্ত ভাল।

এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই ফোনের উপরে কত টাকার এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে? সেই অঙ্কটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। Oppo Reno7 5G ফোনটির উপরে আপনি 24,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেয়ে যাবেন। তার জন্য আপনাকে পুরনো ফোনটা বদলাতে হবে। আর সেই ফোনের পরিস্থিতি হতে হবে অত্যন্ত ভাল।

5 / 7
Oppo Reno7 5G  স্মার্টফোনে রয়েছে 6.43 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার পিক্সেল রেজ়োলিউশন 1080x2400 পিক্সেলস। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz এবং পিক ব্রাইটনেস লেভেল 800 নিটস। ডিসপ্লে প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5। ফোনটিতে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

Oppo Reno7 5G স্মার্টফোনে রয়েছে 6.43 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার পিক্সেল রেজ়োলিউশন 1080x2400 পিক্সেলস। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz এবং পিক ব্রাইটনেস লেভেল 800 নিটস। ডিসপ্লে প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5। ফোনটিতে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

6 / 7
পারফরম্যান্সের দিক থেকে এই Oppo Reno7 5G চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 প্রসেসরের সাহায্যে। রয়েছে একটি 4500mAh ব্যাটারি, যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করছে। সংস্থাটি দাবি করছে, মাত্র 31 মিনিটের মধ্যেই ফোনটি 0-100% চার্জ করে ফেলবে।

পারফরম্যান্সের দিক থেকে এই Oppo Reno7 5G চালিত হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 প্রসেসরের সাহায্যে। রয়েছে একটি 4500mAh ব্যাটারি, যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করছে। সংস্থাটি দাবি করছে, মাত্র 31 মিনিটের মধ্যেই ফোনটি 0-100% চার্জ করে ফেলবে।

7 / 7
তিনটে ক্যামেরা রয়েছে এই Oppo Reno7 5G স্মার্টফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে 64MP ক্যামেরা দেওয়া হয়েছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 8MP আলট্রা ওয়াইড এবং আর একটি 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

তিনটে ক্যামেরা রয়েছে এই Oppo Reno7 5G স্মার্টফোনে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে 64MP ক্যামেরা দেওয়া হয়েছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 8MP আলট্রা ওয়াইড এবং আর একটি 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

Next Photo Gallery