TV9 Bangla Digital | Edited By: aryama das
Nov 12, 2021 | 2:44 PM
সাদার ছোঁয়া বরের লুকে: বিয়ে করছেন সামনে? বর মানেই তো সাদা পোশাকের ছোঁয়া। সাদা জামা গায়ে, টোপর মাথায় দিয়ে বর আসে বিয়ে করতে, সেই কবেকার নিয়ম। সঙ্গে মুক্তোর গলার হার, গয়না মানাবে বেশ। চিকনকারি কুর্তা সঙ্গে পাজামা হলে বরের লুকে খারাপ দেখাবে না আপনাকে।
ফ্লোরাল প্রিন্টের লুক: মেহেন্দি লুকের জন্য জমকালো পোশাক একেবারেই মানানসই নয়। তার বদলে উজ্জ্ব রঙের ফ্লোরাল পাঞ্জাবিতে বেশ মানাবে বরকে।
মিক্স অ্যান্ড ম্যাচ: এক রঙের একটা অরগ্য়াঞ্জা কুর্তির সঙ্গে ফ্লোরাল প্রিন্টের কুর্তায় বেশ মানানসই হয়। সঙ্গে একটা সাদা পাজামা দিয়ে ফ্যাশান করুন। স্মার্ট এবং নজর কাড়া লুক আসবে এতে।
নজর কাড়া লাল: উৎসবের রং মানেই আমরা বুঝি লাল। আপনার সঙ্গীত এবং মেহেন্দির দিন উজ্জ্বল লাল রঙের কমফোরটেবল কুর্তা পরুন। উজ্জ্বল দেখাবে, আরাম দেবেও ফ্যাশানে।
পাজামার বদলে পরে নিন জগার: ভেবে দেখেছেন? বিয়ের দিন যদি জগার পরেন, তা ঠিক কেমন দেখায়? আপনার ঐতিহ্যবাহী লুকের সঙ্গে নতুনের একটা ফিউশন করে নিন।