এ বার পাক পুলিশে পাকিস্তানের তারকা জোরে বোলার নাসিম শাহ (Naseem Shah)। আসলে বালুচিস্তান পুলিশের গুডউইল অ্যাম্বাসাডার হলেন পাক তারকা নাসিম। (ছবি-নাসিম শাহ টুইটার)
বালুচিস্তান পুলিশের পক্ষ থেকে বাবর আজমের দলের তরুণ তারকা নাসিম শাহকে 'Honorary DSP'-র সম্মান দেওয়া হয়েছে। (ছবি-নাসিম শাহ টুইটার)
কোয়েট্টাতে বালুচিস্তান পুলিশ অফিসের এক অনুষ্ঠানে পাক ক্রিকেটার নাসিম শাহকে বিশেষ সম্মান জানানো হয়েছে। (ছবি-নাসিম শাহ টুইটার)
বালুচিস্তান পুলিশের পক্ষ থেকে যে অনুষ্ঠানে নাসিম শাহকে অভ্যর্থনা জানানো হয়েছে, সেখানে তিনি বলেন, "বালুচিস্তান পুলিশকে আমি ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে আইজি স্যারকে ধন্যবাদ। কারণ, তিনি মনে করেছেন আমি বালুচিস্তান পুলিশের অংশ হওয়ার যোগ্য।" (ছবি-নাসিম শাহ টুইটার)
তিনি আরও বলেন, "ছেলেবেলায় আমাদের বাড়িতে কোনও বাচ্চা দুষ্টুমি করলেই বলা হত, পুলিশ আসছে। যা শুনে আমি ভয় পেয়ে গিয়ে কাঁদতাম। কিন্তু পরবর্তীতে যখন উপলব্ধি করেছি দেশের জন্য তাঁরা কী কী করেন। আমাদের নিরাপদে রাখার জন্য তাঁরা কত ত্যাগ করেছেন, তা বুঝতে পেরেছি।" (ছবি-নাসিম শাহ টুইটার)
পাক তরুণ তুর্কি নাসিম শাহ আরও বলেন, "আমি জানি পুলিশদের কাজ কতটা কঠিন। আমাদের সঙ্গে এনসিএ-তে যে পুলিশরা ডিউটিতে থাকেন, তাঁদের কাছ থেকে দেখেছি। আমরা যাতে নিশ্চিতে ঘুমোতে পারি, তার জন্য তাঁরা সারা রাত জেগে থাকেন। এই দায়িত্ববোধ দেখে আমার তাঁদের ওপর আরও শ্রদ্ধা বেশি জন্মেছে।" (ছবি-নাসিম শাহ টুইটার)
১৯ বছর বয়সী পাক তারকা পেসার নাসিম শাহ এখনও অবধি দেশের হয়ে ১৫টি টেস্টে ৪২টি উইকেট নিয়েছেন। পাশাপাশি ৫টি ওডিআই এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে খেলে যথাক্রমে ১৮টি ও ১৪টি উইকেট নিয়েছেন। (ছবি-নাসিম শাহ টুইটার)
পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ-র পাশাপাশি শাহিন শাহ আফ্রিদিও কয়েক দিন আগে খাইবার পাখতুনখোয়া (কেপি) পুলিশের গুডউইল অ্যাম্বাসাডার হয়েছেন। (ছবি- টুইটার)