Bangla NewsPhoto gallery Pakistan cricket team's fast bowler Naseem Shah appointed honorary DSP of Balochistan Police
Naseem Shah: পাক পুলিশে নাসিম! মাত্র ১৯ বছর বয়সেই ডিএসপি বাবরের দলের তারকা
DSP of Balochistan Police: বালুচিস্তান পুলিশের গুডউইল অ্যাম্বাসাডর হলেন পাক পেসার নাসিম শাহ (Naseem Shah)। একটি অনুষ্ঠানে বালুচিস্তান পুলিশের পক্ষ থেকে তাঁকে অভ্যর্থনা দেওয়া হয়েছে। সেখানে নাসিম জানান, ছেলেবেলা থেকে পুলিশকে ভয় পেতেন তিনি। তবে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে দেশের জন্য পুলিশের অবদান তিনি বুঝেছেন। তাই বালুচিস্তান পুলিশের গুডউইল অ্যাম্বাসাডর হয়ে তিনি গর্বিত বলেও জানিয়েছেন।