Haris Rauf: পাক পুলিশের ডিএসপি হয়েই চরম বিতর্কে জড়ালেন হ্যারিস রউফ
Pakistan Cricket: পাক তারকা জোরে বোলার হ্যারিস রউফকে (Haris Rauf) বিশেষ সম্মান জানাল ইসলামাবাদ পুলিশ। তারা হ্যারিসকে ইসলামাবাদের গুডউইল অ্যাম্বাসাডার ঘোষণা করেছে। একইসঙ্গে হ্যারিসকে ইসলামাবাদের ডিসিপি হিসেবে নিয়োগ করা হয়েছে। এই বিশেষ সম্মান পেয়ে আপ্লুত হ্যারিস। একইসঙ্গে পাক পুলিশের ডিএসপি হয়েই চরম বিতর্কে জড়িয়েছেন রউফ।