
এ বার নতুন দায়িত্ব পেলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার হ্যারিস রউফ (Haris Rauf)। ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকে তাঁকে গুডউইল অ্যাম্বাসাডর বানানো হয়েছে। পাশাপাশি তাঁকে ইসলামাবাদের ডিএসপি হিসেবে নিযুক্ত করা হয়েছে। (ছবি-টুইটার)

ইসলামাবাদের ডিএসপির দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত পাক জোরে বোলার হ্যারিস রউফ। সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন দায়িত্বের কথা তুলে ধরেছেন হ্যারিস। (ছবি-টুইটার)

ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকেও হ্যারিসের ডিএসপি পদে যোগ দেওয়ার ছবি শেয়ার করা হয়েছে। যেখানে পাক ক্রিকেটার হ্যারিসকে দেখা গিয়েছে পুলিশের ইউনিফর্মে। (ছবি-টুইটার)

পাক সংবাদসংস্থা জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারিস ইসলামাবাদের আইজি ড. আকবর নাসির খানকে এবং ইসলামাবাদ পুলশকে ধন্যবাদ জানিয়েছেন। (ছবি-টুইটার)

হ্যারিস বলেন, 'আমাকে গুডউইল অ্যাম্বাসাডর বানানোর জন্য আমি আইজি স্যারকে এবং ইসলামাবাদ পুলিশকে ধন্যবাদ জানাই। আমাকে যখনই প্রয়োজন হবে আমি সব সময় তাদের পাশে থাকব।' (ছবি-টুইটার)

হ্যারিস রউফের পাশাপাশি ইসলামাবাদের আইজি ড. আকবর নাসির খান জানিয়েছেন, পাক তারকা ক্রিকেটারকে তাঁরা এই সম্মান জানিয়ে অভিভূত। তিনি বলেন, 'হ্যারিস যেহেতু ইসলামাবাদে থাকেন, তাই তাঁকে আমাদের গুডউইল অ্যাম্বাসাডর বানানো আমাদের কাছে সম্মানের বিষয়। আমি আত্মবিশ্বাসী যে তিনি ইসলামাবাদ পুলিশের একটা ভালো ভাবমূর্তি তুলে ধরতে পারবেন।' (ছবি-টুইটার)

পাক পুলিশের ডিএসপি হওয়ার পর চরম বিতর্কে জড়িয়েছেন হ্যারিস। আসলে তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের ইসলামাবাদ পুলিশের ডিএসপি হওয়ার খবর জানাতে গিয়ে ভুল করে একটি অন্য ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ট্যাগ করে ফেলেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি। (ছবি-টুইটার)

পরবর্তীতে হ্যারিস ইন্সটা পোস্ট থেকে ট্যাগ করা ভুল অ্যাকাউন্টটিকে (ict_police) সরিয়ে দেন। ict_police এই পেজটি আসলে একটি মিমের পেজ। ভুল করে ইসলামাবাদ পুলিশকে ট্যাগ করতে গিয়ে এই অ্যাকাউন্টটি সিলেক্ট করে ফেলেন হ্যারিস। যার ফলে তাঁকে নিশানা করে ট্রোল করা শুরু করেছেন নেটিজ়েনরা। (ছবি-টুইটার)