
বৃহস্পতিবার রাতের অন্ধকারে তোলপাড় হয় ভারতের সীমান্ত। কাশ্মীর, পঞ্জাব, রাজস্থানের সীমান্তে পরপর শোনা যায় বিস্ফোরণের শব্দ। ব্ল্যাকআউট করে দেওয়া হয় পুরো এলাকা।

রাতেই জানা যায়, সীমান্ত থেকে পরপর মিসাইল ছুড়ছে পাকিস্তান। অন্ধকারে দেখা যায় আকাশ জুড়ে লাল আলো। তবে ভারতের কাছে হার মানতে হয় পাকিস্তানকে। একের পর এক মিসাইল ধ্বংস করে দেয় ভারতের ডিফেন্স সিস্টেম।

জানা যায়, এস ৪০০ সহ ভারতের একাধিক ডিফেন্স সিস্টেম রাতেই সক্রিয় করে দেওয়া হয়েছিল। আর সেই সিস্টেমের আঘাতে ভেঙে পড়ে একের পর এক মিসাইল ও পাক ড্রোন।

শুক্রবার সকালের আলো ফুটতেই দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পাকিস্তানের সে সব ড্রোন মিসাইলের ধ্বংসাবশেষ। কোথাও ধানজমিতে, কোথাও ফাঁকা মাঠের মধ্যে পড়ে রয়েছে সে সব।

অমৃতসরের জেঠুয়াল ও পান্ধেরের কৃষিজমিতে পড়ে রয়েছে এমনই একটি মিসাইলের টুকরো। রাজস্থানের হনুমানগড়ে, পঞ্জাবের হোশিয়ারপুরেও দেখা গিয়েছে সেই ছবি।

বেশির ভাগই চিনা মিসাইলের অংশ বলে জানা গিয়েছে। চিনের PAF PL-15E এয়ার টু এয়ার মিসাইলের টুকরো একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। পড়ে রয়েছে মাটিতে।

ভারতের তরফে আগেই জানানো হয়েছে যে