
পাকিস্তানের বহু সিরিয়াল এবং সিনেমায় কাজ করেছেন মাহিরা খান। বলিউডে শাহরুখ খানের সঙ্গে 'রইস' ছবিতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। প্রথম ছবিতে কিং খানের সঙ্গে অভিনয় দক্ষতায় সমানতালে পাল্লা দিয়েছিলেন মাহিরা।

Mawre Hocane- 'সনম তেরি কসম' ছবিতে দেখা গিয়েছে এই পাকিস্তানি অভিনেত্রীকে। সরস্বতী 'সরু' চরিত্রে নজর কেড়েছিলেন তিনি।

সারা লরেন 'মার্ডার ৩' ছবিতে নজর কেড়েছিলেন সারা। রণদীপ হুডার বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

হুমাইমা মালিক- রাজা নটবরলাল ছবিতে ইমরাম হাসমির বিপরীতে অভিনয় করেছিলেন পাকিস্তানের এই অভিনেত্রী।

২০১৫ সালে 'ওয়েলকাম টু করাচি' ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছিলেন কুবরা খান।

সাবা কামার ;হিন্দি মিডিয়াম' ছবিতে ইরফান খানের বিপরীতে অভিনয় করেছিলেন। এই সিনেমায় তাঁর সাবলীল অভিনয়ে নজর কেড়েছিলেন সাবা। ২০১৭ সালে রিলিজ হয়েছিল এই ছবি।

রাকেশ ওমপ্রকাশ মেহেরার 'ভাগ মিলখা ভাগ' ছবিতে মিশা শাফি- র সাবলীল অভিনয় মনজয় করেছিল দর্শকদের।