T20 World Cup 2022: মেলবোর্নের গ্যালারিতেও কি উষ্ণতা ছড়াবেন ভাইরাল পাক ফ্যান গার্ল?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 11, 2022 | 9:00 AM

বাবর আজমের পাকিস্তান এবং জস বাটলারের ইংল্যান্ডের মধ্যে মেলবোর্নে রবি দুপুরে টি২০ বিশ্বকাপের জমজমাট ফাইনাল হবে। সেই ম্যাচে গ্যালারিতে কি উষ্ণতা ছড়াতে দেখা যাবে পাকিস্তানের ভাইরাল হওয়া ফ্যান গার্ল নাতাশা? চেনেন এই ভাইরাল পাক ফ্যান গার্লকে?

1 / 5
বাবর আজমের পাকিস্তান এবং জস বাটলারের ইংল্যান্ডের মধ্যে মেলবোর্নে রবি দুপুরে টি২০ বিশ্বকাপের জমজমাট ফাইনাল হবে। সেই ম্যাচে গ্যালারিতে কি উষ্ণতা ছড়াতে দেখা যাবে পাকিস্তানের ভাইরাল হওয়া ফ্যান গার্ল নাতাশা (Natasha)? চেনেন এই ভাইরাল পাক ফ্যান গার্লকে? (ছবি-নাতাশা টুইটার)

বাবর আজমের পাকিস্তান এবং জস বাটলারের ইংল্যান্ডের মধ্যে মেলবোর্নে রবি দুপুরে টি২০ বিশ্বকাপের জমজমাট ফাইনাল হবে। সেই ম্যাচে গ্যালারিতে কি উষ্ণতা ছড়াতে দেখা যাবে পাকিস্তানের ভাইরাল হওয়া ফ্যান গার্ল নাতাশা (Natasha)? চেনেন এই ভাইরাল পাক ফ্যান গার্লকে? (ছবি-নাতাশা টুইটার)

2 / 5
সিডনির গ্যালারিতে বাবর আজমের দলকে সমর্থন করার জন্য হাজির ছিলেন পাক ফ্যান গার্ল নাতাশা। (ছবি-নাতাশা টুইটার)

সিডনির গ্যালারিতে বাবর আজমের দলকে সমর্থন করার জন্য হাজির ছিলেন পাক ফ্যান গার্ল নাতাশা। (ছবি-নাতাশা টুইটার)

3 / 5
পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল ম্যাচ চলাকালীন, টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে পাকিস্তানকে সমর্থন করা নাতাশা। (ছবি-নাতাশা টুইটার)

পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল ম্যাচ চলাকালীন, টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে পাকিস্তানকে সমর্থন করা নাতাশা। (ছবি-নাতাশা টুইটার)

4 / 5
নাতাশা পাক বংশোদ্ভূত। ছেলেবেলা থেকেই তিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা। তিনি মেলবোর্নে থাকেন। হু হু করে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় নাতাশার ছবি। সোশ্যাল মিডিয়ায় এত ভালোবাসা পেয়ে তিনি আপ্লুত বলে জানিয়েছেন টুইটারে। (ছবি-নাতাশা টুইটার)

নাতাশা পাক বংশোদ্ভূত। ছেলেবেলা থেকেই তিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা। তিনি মেলবোর্নে থাকেন। হু হু করে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় নাতাশার ছবি। সোশ্যাল মিডিয়ায় এত ভালোবাসা পেয়ে তিনি আপ্লুত বলে জানিয়েছেন টুইটারে। (ছবি-নাতাশা টুইটার)

5 / 5
তার পর থেকে নাতাশার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স মিনিটে মিনিটে বাড়ছে। মনে করা হচ্ছে, তিনি মেলবোর্নে পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের সময় গ্যালারিতে হাজির থাকবেন, বাবর আজমদের হয়ে গলা ফাটানোর জন্য। (ছবি-নাতাশা টুইটার)

তার পর থেকে নাতাশার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স মিনিটে মিনিটে বাড়ছে। মনে করা হচ্ছে, তিনি মেলবোর্নে পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের সময় গ্যালারিতে হাজির থাকবেন, বাবর আজমদের হয়ে গলা ফাটানোর জন্য। (ছবি-নাতাশা টুইটার)

Next Photo Gallery