Pakistani Singers: বিখ্যাত এইসব পাকিস্তানি গায়করা বলিউডেও সমানভাবে জনপ্রিয়
TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty
Jul 31, 2021 | 11:10 PM
রাহাত ফতেহ আলি খান- পাকিস্তানের যেসমস্ত গায়ক বলিউডেও সমানভাবে সফল তাঁদের মধ্যে অন্যতম রাহাত ফতেহ আলি খান। ২০০৩ সালে 'পাপ' ছবি 'মন কি লগন' গান গেয়ে বলিউডে অভিষেক হয় তাঁর।
1 / 7
রাহাত ফতেহ আলি খান- পাকিস্তানের যেসমস্ত গায়ক বলিউডেও সমানভাবে সফল তাঁদের মধ্যে অন্যতম রাহাত ফতেহ আলি খান। ২০০৩ সালে 'পাপ' ছবি 'মন কি লগন' গান গেয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। গান রিলিজের ১৮ বছর পরেও সমান জনপ্রিয় রাহাত ফতেহ আলি খানের এই অপরূপ সৃষ্টি। এরপর বলিউডে অসংখ্য গান গেয়েছেন তিনি।
2 / 7
পাকিস্তানি গায়কের তালিকায় সবচেয়ে জনপ্রিয় বোধহয় আতিফ আসলাম। তাঁর গায়কি থেকে শুরু করে স্টাইল, লুকস- সবকিছুতেই ফিদা আতিফের মহিলা অনুরাগীরা। ২০০৫ সালে মহেশ ভাটের 'জেহের' ছবিতে আতিফের 'Woh Lamhey' গানটি ব্যবহার করা হয়। সেই শুরু। তারপর আর পিছন ফিরে তাকাননি আতফ আসলাম। শ্রেতাদের উপহার দিয়েছেন একের পর এক হিট গান।
3 / 7
আলি জফর, গায়ক এবং অভিনেতা- দু'ক্ষেত্রেই বলিউডে সফল তিনি। মিষ্টি হাসিতে নজর কেড়েছিলেন শুরুতেই। হিন্দি ছবির পাশাপাশি বিভিন্ন 'জ্যামিং শো'- তেও অপূর্ব গান গেয়েছেন তিনি। আর অভিনেতা হিসেবেও পর্দায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন আলি জফর।
4 / 7
করণ জোহরের 'কভি আলবিদা না কহেনা' ছবিতে 'মিতওয়া' গান গেয়ে বি-টাউনে ডেবিউ করেছিলেন সফকত আমানত আলি। তবে এর পাশাপাশি তাঁর অন্যতম জনপ্রিয় গান 'সাওয়ান ভি তো'। বলিউডে একাধিক রোম্যান্টিক গান গেয়েছেন পাকিস্তানের এই গায়ক। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ বেড়েছে তাঁর জনপ্রিয়তা।
5 / 7
'এক ভিলেন' ছবির 'আওয়ারি' গানটা মনে আছে তো? সেই গান পাকিস্তানের গায়িকা মোমিনা মুস্তেহসান- এর গাওয়া। বলিউডে তো গান গেয়েইছেন তিনি। ইউটিউবেও মোমিনার জনপ্রিয়তা তুঙ্গে। কোকো স্টুডিও-র বিভিন্ন এপিসোডে মোমিনার অসাধারণ কিছু গান মাঝে মাঝে ইউটিউবে ট্রেন্ডিং থাকে।
6 / 7
বলিউডে এখন অভিষেক হয়নি আসিম আজহারের। তবে নিজের গানেই পাকিস্তানের পাশাপাশি ভারতেও জনপ্রিয় তিনি। তাঁর বেশ কয়েকটি সিঙ্গলস ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে অন্যতম 'জো তু না মিলা মুঝে'।
7 / 7
পাকিস্তানের গায়ক এবং গীতিকার বিলাল সঈদ- ও ইউটিউবে ব্যাপক জনপ্রিয়। সম্প্রতি মোমিনা মুস্তেহসানের সঙ্গে তাঁর অ্যালবাম 'baari' ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। এছাড়াও 'বার বার দেখো' ছবিতেও ব্যবহার হয়েছে তাঁর গান
'Teri Khair Mangdi'।