রিঙ্কিকে মনে আছে? পঞ্চায়েতের দুই সিজন যদি আপনি দেখে থাকেন তবে রিঙ্কিকে চিনতে অসুবিধে হওয়ার কথা নয়। কিন্তু এই রিঙ্কির আসল পরিচয় কী? কী করেন তিনি? এর আগে অভিনয়ই বা করেছেন কোথায়? জানেন কি, এই রিঙ্কির আসল নাম, পড়াশোনা? আপনার জন্য রইল বিস্তারিত।
সিরিজে মঞ্জু দেবি ও প্রধানজির এক মাত্র কন্যা রিঙ্কি। বাস্তব জীবনে এই রিঙ্কির নাম সানভিকা।
ছোট থেকে পড়াশোনায় মেধাবী সে। সিনেমায় তাঁর বিপরীতে থাকা সচিবজি আইআইটি থেকে পড়াশোনা করেছেন। সানভিকা তা না করলেও তিনিও কিন্তু ইঞ্জিনিয়ার।
বাবা-মা চেয়েছিলেন মেয়ে চাকরি করবে। মাসের শেষে নির্দিষ্ট পয়সা ঘরে আনবে। মেয়ের ইচ্ছে ছিল অন্য। তিনি চেয়েছিলেন ছক ভাঙতে।
অতঃপর বাবা-মা'কে মিথ্যে কথা বলে মুম্বই পাড়ি। বলেছিলেন যাচ্ছেন বেঙ্গালুরুতে চাকরি করতে, চলে এলেন স্বপ্ন নগরীতে। তারপর একের পর এক কাজের সন্ধান, ব্যর্থতা এবং অবশেষে পঞ্চায়েতে ব্রেক।
সাদামাঠা মেয়েটার জীবন জুড়ে এখন লাইমলাইট। লাফিয়ে বাড়ছে অনুরাগীর সংখ্যাও। এই সাফল্য তিনি কীভাবে সামলান এখন সেটাই দেখার।