কলেজে পড়ার সময় রাজনীতি করতেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি; জেলও খেটেছেন ৭ দিনের জন্য
অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। অল্প সময়ের মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। ছবিতে তিনি থাকা মানেই, দর্শকের মনে তুমুল উচ্ছ্বাস। পঙ্কজ একজন মাটির মানুষ। অনেক ঘাত-প্রতিঘাতের পর আজ এই জায়গায় এসেছেন তিনি। 'স্ত্রী', 'গুঞ্জন সাক্সেনা', 'লুডো'র মতো ছবিতে কাজ করেছেন। সম্প্রতি মুক্তি পেল তাঁর ও কৃতি শ্যাননের 'মিমি' ছবিটি। 'ও মাই গড টু' ছবিতে রয়েছেন পঙ্কজ। পেয়েছেন জাতীয় পুরষ্কারও।