Parineeti Chopra: পরিণীতির এই চেহারা মুগ্ধ করেছে সবাইকে, এক নজরে তার কিছু ঝলক দেখে নিন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Dec 27, 2021 | 8:50 AM

অনবদ্য সাজে সবাইকে অবাক করে দিলেন পরিণীতি চোপড়া। সাম্প্রতিক কালে তাঁর এই চেহারা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নানা রকমের চর্চা...

1 / 6
সম্প্রতি ফিল্মফেয়ার ম্যাগাজিনের জন্য একটি বোল্ড ফটোশ্যুট করেছেন ‘ইশকজাদে’ নায়িকা। অন্তর্বাসের ফাঁক দিয়ে বেরিয়ে রয়েছেন বক্ষযুগল, কালো কোট আর লেদার প্যান্টে সুপারবোল্ড পরিণীতি।

সম্প্রতি ফিল্মফেয়ার ম্যাগাজিনের জন্য একটি বোল্ড ফটোশ্যুট করেছেন ‘ইশকজাদে’ নায়িকা। অন্তর্বাসের ফাঁক দিয়ে বেরিয়ে রয়েছেন বক্ষযুগল, কালো কোট আর লেদার প্যান্টে সুপারবোল্ড পরিণীতি।

2 / 6
খোলা চুল আর মানানসই মেক-আপে ক্যামেরা তাক করে একের পর এক পোজ দিলেন পরিণীতি। এক্কেবারে পেশাদার মডেল। পাশের বাড়ির মেয়ের ইমেজ ভেঙে পরিণীতিও এখন গ্ল্যামার কুইন।

খোলা চুল আর মানানসই মেক-আপে ক্যামেরা তাক করে একের পর এক পোজ দিলেন পরিণীতি। এক্কেবারে পেশাদার মডেল। পাশের বাড়ির মেয়ের ইমেজ ভেঙে পরিণীতিও এখন গ্ল্যামার কুইন।

3 / 6
পরিণীতির এই ছবিতে মন্তব্যের বন্যা। অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন নায়িকাকে।

পরিণীতির এই ছবিতে মন্তব্যের বন্যা। অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন নায়িকাকে।

4 / 6
পরিণীতির এই সাহসী অবতার দেখে মুগ্ধ নেটিজেনরা। পুরুষ ভক্তদের তো হৃদয়ের ধুকপুকানি বেশ খানিকটা বেড়ে গিয়েছে।

পরিণীতির এই সাহসী অবতার দেখে মুগ্ধ নেটিজেনরা। পুরুষ ভক্তদের তো হৃদয়ের ধুকপুকানি বেশ খানিকটা বেড়ে গিয়েছে।

5 / 6
কাজের কথা বললে এই মুহূর্তে পরিণীতির হাতে রয়েছে সূরজ বারজাতিয়ার ‘উঁচাই’। এই ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন পরিণীতি।

কাজের কথা বললে এই মুহূর্তে পরিণীতির হাতে রয়েছে সূরজ বারজাতিয়ার ‘উঁচাই’। এই ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন পরিণীতি।

6 / 6
মিস ওয়ার্ল্ডের বোন হলেও গোলগাল চেহারার জন্য বডি শেমিং-এর মুখে পড়েছিলেন। তবে এখন পুরোদস্তুর নিজেকে পালটে ফেলেছেন পরিণীতি।

মিস ওয়ার্ল্ডের বোন হলেও গোলগাল চেহারার জন্য বডি শেমিং-এর মুখে পড়েছিলেন। তবে এখন পুরোদস্তুর নিজেকে পালটে ফেলেছেন পরিণীতি।

Next Photo Gallery