সম্প্রতি এই লাল রঙের অফ শোল্ডার গাউনে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন পরিণীতি চোপড়া।
লেডিস ভার্সাস রিকি বেহেল ছবি থেকে বলিউডে অভিনয় শুরু পরিণীতির। সেই সময়ে ওজন বেশ কিছুটা বেশি ছিল অভিনেত্রীর।
ওজন বেশি হওয়ায় নানা রকমের ট্রোলিং এরও শিকার হয়েছিলেন তিনি। তবে ওয়ার্কআউট ও ডায়েটের মাধ্যমে অনেকটা ওজন কমিয়ে ফেলেছেন তিনি।
লাল রঙের পোশাকে একের পর এক ভাইরাল ছবিও প্রকাশ পেয়েছে তাঁর, ওজন কমিয়ে নেওয়ার পর পরই।
ওয়ান পিস হোক কি মিনি ড্রেস কিংবা প্যান্টস্যুট, পরিণীতি চোপড়াকে লাল রঙের পোশাকে সত্যিই দারুণ দেখতে লাগে।