Parrot Vastushastra: ঘরে তোতাপাখি রাখা কি শুভ? কোন দিকে পাখির খাঁচা রাখলে ঘরে সুখ-শান্তি বজায় থাকবে, জানেন?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Dec 03, 2022 | 3:14 PM

Parrots At Home: মানুষকে নকল করে কথা বলা তোতাপাখি আরও বেশি আকর্ষণীয়। কারণ টিয়াপাখির কণ্ঠ মানুষকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। তবে ঘরে তোতাপাখি রাখা কতটা শুভ ও অশুভ তা জানা জরুরি।

1 / 8
আপনি যদি বাড়িতে তোতাপাখি রাখেন, তাহলে আপনার জানা উচিত পাখি রাখা কতটা সঠিক এবং কতটা ভুল। এই বাস্তুশাস্ত্র নিয়ে অনেকেই তেমন মাথা ঘামান না। কিন্তু বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে তোতা বা টিয়া পাখি রাখা হয়, সেটিও ঘরের মধ্যে পজিটিভিটি তৈরি করে।

আপনি যদি বাড়িতে তোতাপাখি রাখেন, তাহলে আপনার জানা উচিত পাখি রাখা কতটা সঠিক এবং কতটা ভুল। এই বাস্তুশাস্ত্র নিয়ে অনেকেই তেমন মাথা ঘামান না। কিন্তু বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে তোতা বা টিয়া পাখি রাখা হয়, সেটিও ঘরের মধ্যে পজিটিভিটি তৈরি করে।

2 / 8
টিয়াপাখি দেখতে যেমন সুন্দর, তেমন মানুষের জীবনে অত্যন্ত জনপ্রিয়ও বটে। মানুষকে নকল করে কথা বলা তোতাপাখি আরও বেশি আকর্ষণীয়। কারণ টিয়াপাখির কণ্ঠ মানুষকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। তবে ঘরে তোতাপাখি রাখা কতটা শুভ ও অশুভ তা জানা জরুরি।

টিয়াপাখি দেখতে যেমন সুন্দর, তেমন মানুষের জীবনে অত্যন্ত জনপ্রিয়ও বটে। মানুষকে নকল করে কথা বলা তোতাপাখি আরও বেশি আকর্ষণীয়। কারণ টিয়াপাখির কণ্ঠ মানুষকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। তবে ঘরে তোতাপাখি রাখা কতটা শুভ ও অশুভ তা জানা জরুরি।

3 / 8
বাড়িতে কি একটি তোতাপাখি রাখা উচিত? টিয়াপাখির খাঁচা কোন দিকে রাখবেন? ঘরে টিয়াপাখি পালন করা কতটা সঠিক এবং কতটা ভুল, তা জেনে নিন এখানে...

বাড়িতে কি একটি তোতাপাখি রাখা উচিত? টিয়াপাখির খাঁচা কোন দিকে রাখবেন? ঘরে টিয়াপাখি পালন করা কতটা সঠিক এবং কতটা ভুল, তা জেনে নিন এখানে...

4 / 8
কেউ যদি বাড়িতে একটি তোতাপাখি পালন করেন তাহলে বাড়ির পরিবারের সকল সদস্যের মধ্যে যে কোনও রোগের ঝুঁকি কমে যায়। মানুষের মনে হতাশাও দূর হয়ে যায়।

কেউ যদি বাড়িতে একটি তোতাপাখি পালন করেন তাহলে বাড়ির পরিবারের সকল সদস্যের মধ্যে যে কোনও রোগের ঝুঁকি কমে যায়। মানুষের মনে হতাশাও দূর হয়ে যায়।

5 / 8
ঘরের অর্থকষ্ট দূর করতে তোতাপাখি সহায়ক হতে পারে। ঘরে টিয়াপাখি রাখলে বা তার ছবি ঝুলিয়ে রাখলে রাহু, কেতু ও শনির কুদৃষ্টি গৃহস্থের উপর পড়ে না। পাখি বাড়িতে থাকলে কারোর অকাল মৃত্যু হয় না।

ঘরের অর্থকষ্ট দূর করতে তোতাপাখি সহায়ক হতে পারে। ঘরে টিয়াপাখি রাখলে বা তার ছবি ঝুলিয়ে রাখলে রাহু, কেতু ও শনির কুদৃষ্টি গৃহস্থের উপর পড়ে না। পাখি বাড়িতে থাকলে কারোর অকাল মৃত্যু হয় না।

6 / 8
যদি টিয়াপাখিকে ঘরে খাঁচায় রাখা হয়, তাহলে তার সুখী থাকাটা খুবই জরুরি। অন্যথায় তোতাপাখি রেগে গেলে অভিশাপ দিতে পারে। যে কোনও ব্যক্তির জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

যদি টিয়াপাখিকে ঘরে খাঁচায় রাখা হয়, তাহলে তার সুখী থাকাটা খুবই জরুরি। অন্যথায় তোতাপাখি রেগে গেলে অভিশাপ দিতে পারে। যে কোনও ব্যক্তির জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

7 / 8
তোতাপাখি পালন করলে স্বামী-স্ত্রীর সম্পর্ক ভাল হয়। এর পাশাপাশি পরিবেশে ইতিবাচক প্রভাব বাড়ে।

তোতাপাখি পালন করলে স্বামী-স্ত্রীর সম্পর্ক ভাল হয়। এর পাশাপাশি পরিবেশে ইতিবাচক প্রভাব বাড়ে।

8 / 8
বাড়ির পূর্ব-উত্তর দিকে একটি তোতাপাখি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ঘরের মধ্যে টিয়াপাখি রাখলে বা পুষলে গৃহে সমৃদ্ধি বৃদ্ধি পায়।

বাড়ির পূর্ব-উত্তর দিকে একটি তোতাপাখি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ঘরের মধ্যে টিয়াপাখি রাখলে বা পুষলে গৃহে সমৃদ্ধি বৃদ্ধি পায়।

Next Photo Gallery