Partha Rudra: পার্থ রুদ্রের স্মরণসভা অনুষ্ঠিত হল ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে

দুরারোগ্য রোগে প্রয়াত ক্রীড়া সাংবাদিক (Sports Journalist) পার্থ রুদ্রের (Partha Rudra) স্মরণসভায় হাজির বাংলার ক্রীড়ামহল। প্রতিদিন এবং আজকালে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। ক্রিকেট, ফুটবল থেকে অন্যান্য খেলায় অবাধ বিচরণ ছিল তাঁর। সেই সব টুকরো টুকরো স্মৃতি ফিরে এল মঙ্গলবার বিকেলে ইস্টবেঙ্গল (East Bengal) তাঁবুতে। সুভাষ ভৌমিক থেকে জয়দীপ মুখোপাধ্যায়, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এবং তাঁর পরিবার হাজির ছিলেন স্মরণসভায়।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 01, 2021 | 4:23 PM

1 / 4
ক্যান্সার আক্রান্ত হয়ে মাত্র ৫৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্র।

ক্যান্সার আক্রান্ত হয়ে মাত্র ৫৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্র।

2 / 4
মঙ্গলবার বিকেলে ইস্টবেঙ্গল তাঁবুতে অনুষ্ঠিত হল পার্থ রুদ্রর স্মরণসভা।

মঙ্গলবার বিকেলে ইস্টবেঙ্গল তাঁবুতে অনুষ্ঠিত হল পার্থ রুদ্রর স্মরণসভা।

3 / 4
দুরারোগ্য রোগে প্রয়াত ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্রের স্মরণসভায় হাজির ছিল বাংলার ক্রীড়ামহল।

দুরারোগ্য রোগে প্রয়াত ক্রীড়া সাংবাদিক পার্থ রুদ্রের স্মরণসভায় হাজির ছিল বাংলার ক্রীড়ামহল।

4 / 4
সুভাষ ভৌমিক থেকে জয়দীপ মুখোপাধ্যায়, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা পার্থর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেছেন এই স্মরণসভায়।

সুভাষ ভৌমিক থেকে জয়দীপ মুখোপাধ্যায়, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা পার্থর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেছেন এই স্মরণসভায়।