TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Jan 01, 2023 | 8:25 AM
নতুন বছরের আজ প্রথম দিন। এই বছরটা যেন শাহরুখ খানের জীবনেও 'লাইফ চেঞ্জিং' হয়ে উঠতে চলেছে। পরপর ফ্লপের পর চার বছর পর এই বছরেই মুক্তি পাবে তাঁর কামব্যাক ছবি 'পাঠান' এই জানুয়ারি মাসেই। ছবি হিট হলে দ্বিতীয় ইনিংস শুরু করবেন শাহরুখ। অন্যদিকে ফ্লপ হলে সমালোচকরা ছেড়ে কথা বলবেন না। তবে শুধু 'পাঠান'ই নয়, শাহরুখের পাইপলাইনে রয়েছে ছবির লম্বা ফিরিস্তি। কী কী রয়েছে? বছরের প্রথম দিনে তাই দেখে নেওয়া যাক...
জানুয়ারি মাসের ২৫ তারিখ মুক্তি পাবে পাঠান। ছবি ও ছবির গান নিয়ে বিতর্ক চললেও ইতিমধ্যেই কিন্তু বিদেশে এই ছবির অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে।
দক্ষিণী অভিনেত্রী নয়নতারা রয়েছেন শাহরুখের সঙ্গে এই ছবিতে। ছবিটির চিত্রনাট্যকার ও পরিচালক অ্যাটলি। ছবিতে শাহরুখকে দেখা যাবে দ্বৈত চরিত্রে।
গত বছরেই পরিচালক রাজকুমার হিরানি ঘোষণা করেছিলেন তাঁর আগামী ছবি 'ডানকি'তে শাহরুখ খান থাকছেন। এই বছরের শেষেই ওই ছবি মুক্তির কথা। রয়েছেন তাপসী পান্নুও।
এই বছরের মাঝামাঝি মুক্তি পাবে সলমন খান ও ক্যাটরিনা কাইফের ছবি 'টাইগার ৩'। ছবিতে এক বিশেষ চরিত্রে থাকবেন শাহরুখ খানও। জানা গিয়েছে তেমনটাই।
২০০০ সালে মুক্তি প্রাপ্ত ছবি 'হে রাম' মনে আছে? কমল হাসান ও রানি মুখোপাধ্যায়ও ওই ছবিতে ছিলেন। সম্প্রতি কমল হাসান জানিয়েছেন ওই ছবির স্বত্ব কিনেছেন শাহরুখ। শোনা যাচ্ছে ছবিটির নাকি রিমেক হবে। তবে এসআরকে থাকবেন কিনা তা এখনও জানা যায়নি। আশা করতে ক্ষতি কী?