Payal-Sangram Wedding: হাইওয়েতে আলাপ হওয়া কুস্তীগিরের গলাতেই মালা পরালেন পায়েল, রইল বিয়ের অ্যালবাম

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 10, 2022 | 6:45 AM

Payal-Sangram Wedding: আর পাঁচটা প্রেমের মতো তাঁদের প্রেম নয়। এই প্রেমের গল্প শুরু হাইওয়ে থেকে। শুরু বলা হয়তো ঠিক নয়। তবে আলাপ সেখান থেকেই। সেই প্রেমই এবার পেল পরিণতি। বিয়ে করলেন পায়েল রোহতগি ও সংগ্রাম সিং। পায়েল পেশায় অভিনেতা। অন্যদিকে সংগ্রাম পরিচিত কুস্তীগির। রইল তাঁদের বিয়ের অ্যালবাম।

1 / 6
আর পাঁচটা প্রেমের মতো তাঁদের প্রেম নয়। এই প্রেমের গল্প শুরু হাইওয়ে থেকে। শুরু বলা হয়তো ঠিক নয়। তবে আলাপ সেখান থেকেই। সেই প্রেমই এবার পেল পরিণতি। বিয়ে করলেন পায়েল রোহতগি ও সংগ্রাম সিং। পায়েল পেশায় অভিনেতা। অন্যদিকে সংগ্রাম পরিচিত কুস্তীগির। রইল তাঁদের বিয়ের অ্যালবাম।

আর পাঁচটা প্রেমের মতো তাঁদের প্রেম নয়। এই প্রেমের গল্প শুরু হাইওয়ে থেকে। শুরু বলা হয়তো ঠিক নয়। তবে আলাপ সেখান থেকেই। সেই প্রেমই এবার পেল পরিণতি। বিয়ে করলেন পায়েল রোহতগি ও সংগ্রাম সিং। পায়েল পেশায় অভিনেতা। অন্যদিকে সংগ্রাম পরিচিত কুস্তীগির। রইল তাঁদের বিয়ের অ্যালবাম।

2 / 6
১২ বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। পায়েল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁদের প্রথম দেখা দিল্লি থেকে আগ্রা যাওয়ার পথে। পায়েলের গাড়ি খারাপ হয়ে যায়। সংগ্রাম সে সময় তাঁকে সাহায্য করেছিলেন।

১২ বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। পায়েল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁদের প্রথম দেখা দিল্লি থেকে আগ্রা যাওয়ার পথে। পায়েলের গাড়ি খারাপ হয়ে যায়। সংগ্রাম সে সময় তাঁকে সাহায্য করেছিলেন।

3 / 6
হাইওয়েতে ওই সাক্ষাতের পরেই নাকি হয় নম্বরের আদানপ্রদান। কিন্তু ফোন করেননি কেউ কাউকে। প্রেম হয় রিয়ালিটি শো’র পরে। দুজনেই নাইট বলে এক ছবিতেও অভিনয় করেছেন। ছবি হিট না করলেও বাস্তবের ছবি হিট হয়ে যায় সুপার-ডুপার।

হাইওয়েতে ওই সাক্ষাতের পরেই নাকি হয় নম্বরের আদানপ্রদান। কিন্তু ফোন করেননি কেউ কাউকে। প্রেম হয় রিয়ালিটি শো’র পরে। দুজনেই নাইট বলে এক ছবিতেও অভিনয় করেছেন। ছবি হিট না করলেও বাস্তবের ছবি হিট হয়ে যায় সুপার-ডুপার।

4 / 6
আর সেই সুপারহিট ছবির ক্লাইম্যাক্সই দেখা গেল শনিবার রাতে। আগ্রায় বিয়ে সারলেন তাঁরা। সাবেকি সাজে সেজেছিলেন দুজনেই। বিয়ের আগে ৮০০ বছরের পুরনো শিবমন্দিরে আশীর্বাদও নিতে গিয়েছিলেন ওঁরা।

আর সেই সুপারহিট ছবির ক্লাইম্যাক্সই দেখা গেল শনিবার রাতে। আগ্রায় বিয়ে সারলেন তাঁরা। সাবেকি সাজে সেজেছিলেন দুজনেই। বিয়ের আগে ৮০০ বছরের পুরনো শিবমন্দিরে আশীর্বাদও নিতে গিয়েছিলেন ওঁরা।

5 / 6
এ ছাড়াও সঙ্গীত, মেহেন্দিসহ বিয়ের নানারকম উপাচার তো ছিলই। তবে বিয়ের দিনেও চোখে মুখে বিয়ের আড়ম্বর দেখা যায়নি পায়েলের মুখেও। প্রসঙ্গত, পায়েল কোনওদিনও মা হতে পারবেন না।

এ ছাড়াও সঙ্গীত, মেহেন্দিসহ বিয়ের নানারকম উপাচার তো ছিলই। তবে বিয়ের দিনেও চোখে মুখে বিয়ের আড়ম্বর দেখা যায়নি পায়েলের মুখেও। প্রসঙ্গত, পায়েল কোনওদিনও মা হতে পারবেন না।

6 / 6
সে কথা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। সংগ্রামও জানেন সে সব। তবে ভালবাসার কাছে তুচ্ছ হয়ে যায় সব বাধাই। প্রেমপর্ব মিটিয়ে নতুন পথ চলা শুরু হল দুজনের। দুজনকে অনেক শুভেচ্ছা।

সে কথা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি। সংগ্রামও জানেন সে সব। তবে ভালবাসার কাছে তুচ্ছ হয়ে যায় সব বাধাই। প্রেমপর্ব মিটিয়ে নতুন পথ চলা শুরু হল দুজনের। দুজনকে অনেক শুভেচ্ছা।

Next Photo Gallery