Bangla News Photo gallery People Know About Mukesh Ambani's Antilia, Do you Know Where Ratan Tata Lives? How his House Looks, Check out Picture
অম্বানীর ১৫০০০ কোটির অ্যান্টিলিয়া তো চেনেন, রতন টাটা কোন বাড়িতে থাকেন, দেখে নিন
ঈপ্সা চ্যাটার্জী |
Jul 17, 2024 | 6:19 AM
Ratan Tata: ব্যক্তিগত জীবনে রতন টাটা যেমন সাদামাটা, তেমনই তাঁর বাড়িটিও খুব সাধারণ শৈলীতে তৈরি। সম্পূর্ণ সাদা রঙের এই বাড়িটি। বাড়িতে পর্যাপ্ত সূর্যালোক যাতে আসে, তার জন্য বড় জানালার তৈরি করা হয়েছে। বসার ঘর থেকে বেডরুম পর্যন্ত এই জানালা দেখা যায়।
1 / 12
চর্চায় অম্বানী পরিবার। তাদের ছোট ছেলে অনন্ত অম্বানী বিয়ে করেছেন রাধিকা মার্চেন্টকে। অনন্ত-রাধিকার এই বিয়েতে প্রায় উজাড় হয়ে এসেছিল বলিউড। হলিউডের নামকরা তারকারাও ভিড়় জমিয়েছিলেন। নেতা-মন্ত্রীরাও ছিলেন।
2 / 12
অম্বানী পরিবারের ঠিকানা হল অ্যান্টিলিয়া। শুধু দেশেরই নয়, বিশ্বেরও অন্যতম দামি বাড়ি অ্যান্টিলিয়া।
3 / 12
মুম্বইয়ে ৪ লক্ষ বর্গফুটের উপরে তৈরি ২৭ তলার এই বাড়ির দাম ১৫ হাজার কোটি টাকা। সেখানে ইনফিনিটি সুইমিং পুল থেকে হেলিপ্যাড-সবই আছে।
4 / 12
অম্বানীর বাড়ি প্রায় সকলেই চেনেন, কিন্তু দেশের আরেক শিল্পপতি রতন টাটার বাড়ি কতজন চেনেন? তিনি কোথায় থাকেন, জানেন?
5 / 12
প্রায় তিন দশক ধরে টাটা গ্রুপের দায়িত্ব সামলেছেন রতন টাটা। বর্তমানে তিনি মুম্বইতেই থাকেন। তাঁর বাড়ি মুম্বইয়ের কোলাবা এলাকায়।
6 / 12
তাঁর বাড়ির নাম 'বখতাওয়ার'। যার অর্থ হল সৌভাগ্য আনে যে। সমুদ্রমুখী এই বাড়িটি কোলাবা পোস্ট অফিসের ঠিক বিপরীতে।
7 / 12
মাত্র ১৩,৩৫০ বর্গফুট এলাকার উপরে তৈরি এই বাংলোতে তিনটি তল রয়েছে। ১০-১৫টি গাড়ির জন্য পার্কিং স্পেস রয়েছে। টাটা সন্সের দায়িত্ব থেকে মুক্ত হয়ে রতন টাটা তাঁর অবসর জীবন কাটাতে এই বাড়ি বানিয়েছেন।
8 / 12
ব্যক্তিগত জীবনে রতন টাটা যেমন সাদামাটা, তেমনই তাঁর বাড়িটিও খুব সাধারণ শৈলীতে তৈরি। সম্পূর্ণ সাদা রঙের এই বাড়িটি। বাড়িতে পর্যাপ্ত সূর্যালোক যাতে আসে, তার জন্য বড় জানালার তৈরি করা হয়েছে। বসার ঘর থেকে বেডরুম পর্যন্ত এই জানালা দেখা যায়।
9 / 12
রতন টাটার বাড়িতে রয়েছে পুজো মন্দির। সেখানে কৃষ্ণের মূর্তি রাখা।
10 / 12
তবে এই বাড়ির বিশেষত্ব হল সিঁড়ি। ফিল্মের সেটের মতোই হুবহু দেখতে রতন টাটার বাড়ির সিঁড়ি।
11 / 12
বাড়ির একপাশে ঘেরা রয়েছে ওয়াটার ফল সুইমিং পুল।
12 / 12
আসবাবপত্রে বিশেষ কোনও চাকচিক্য নেই রতন টাটার বাড়িতে। অত্যন্ত সাধারণভাবেই বসবাস করতে ভালবাসেন তিনি।